‘মেসি বার্সেলোনার আশীর্বাদ’

nintchdbpict000318921098আন্দ্রেস ইনিয়েস্তা সেই ছোট্ট লিওনেল মেসিকে দেখেছেন, এখন দেখছেন পরিণত মেসিকে। প্রায় দুই দশকের চেনাজানা তাদের। কিন্তু মেসিকে যতই দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন স্প্যানিশ তারকা। তার মতে, বার্সেলোনার জন্য মেসি আশীর্বাদ।

বার্সেলোনা অধিনায়ক ম্যাচ শেষে প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন তারকাকে, ‘আমি মনে করি মেসির সত্যিকারের মহত্ত্ব হচ্ছে এত বছর পরেও তার চমৎকারিত্ব কখনও ফুরিয়ে যায়নি। সে হচ্ছে ক্লাবের আশীর্বাদ। তাকে পাওয়া ক্লাবের জন্য বিশেষ সম্মানের।’

রবিবারের এল ক্লাসিকো জয়ে ‘ক্লাসিক নায়ক’ ছিলেন মেসি। রিয়াল মাদ্রিদের দুই ডিফেন্ডার মার্সেলো ও সের্হিয়ো রামোসের আঘাতের প্রত্যুত্তরে করেছেন গোল। প্রতিপক্ষকে বুঝিয়ে দিয়েছেন তাকে আহত করলে পরিণাম হবে আরও ভয়ঙ্কর। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জর্দি আলবার নিচু ক্রসে জয় এনে দেওয়া গোল করেন মেসি। এর পর আরেকটি স্মরণীয় গোল উদযাপন।

বার্সেলোনার তৃতীয় গোলটি করে নিজের জার্সিটা খুলে গ্যালারির দর্শকদের দিকে তুলে ধরলেন। হয়তো বলতে চাইলেন, ‘এই আমি এবং এটা আমার জার্সি, দেখ তোমরা।’

বার্সেলোনার জার্সিতে ৫০০তম গোল করা মেসি প্রতি মুহূর্তে মুগ্ধতা ছড়িয়েছেন। ৩৩ মিনিটে তার গোলে সমতা ফিরিয়েছিল কাতালানরা, আর পরেরটি নিশ্চিত করল জয়। যদিও ইনিয়েস্তা কয়েকটি সুযোগ নষ্ট হওয়ার আক্ষেপ করলেন। বিশেষ করে রিয়ালের দ্বিতীয় গোল পাওয়ার হতাশা তার কণ্ঠে, ‘আমাদের উচিত ছিল ৩-১ করার, কিন্তু তারাও সুযোগ পেয়েছিল। আমরা ভালো খেলেছি এবং জুভেন্টাসের বিপক্ষে হারের পর এটা সহজ ছিল না।’

এমন জয়ে লা লিগার শিরোপার জন্য আরও উজ্জীবিত বার্সা। ইনিয়েস্তা বলেছেন, ‘যোগ করা সময়ে জয় পেলাম। এটা আমাদের দারুণভাবে উজ্জীবিত করবে। আর শিরোপার আশা এখনও বাঁচিয়ে রেখেছি আমরা। এখন রিয়াল মাদ্রিদকে হার এড়াতে হবে।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/