মেসিকে ফাউল করে এক ম্যাচ নিষিদ্ধ রামোস

রামোসযেভাবে ফাউল করেছিলেন সের্হিয়ো রামোস, তাতে বড় শাস্তিরই ছিল ইঙ্গিত। বিশেষ করে সরাসরি লাল কার্ড দেখার পর মাঠ ছাড়ার মুহূর্তে জেরার্দ পিকেকে উদ্দেশ্য করে তার অঙ্গভঙ্গিও ছিল প্রশ্নবিদ্ধ। যদিও শাস্তি হিসেবে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্লাসিকো’র ৭৭তম মিনিটে মেসিকে মারাত্মকভাবে ফাউল করেন রামোস। রেফারি পকেট থেকে লাল কার্ড বের করতে সময় নেননি। সরাসরি লাল কার্ড দেখাটা স্বাভাবিকভাবেই মানতে পারেননি রিয়াল ডিফেন্ডার। রেফারির সামনে ক্ষোভ দেখানোর পর আবার মাঠ ছাড়ার সময় পিকেকে উদ্দেশ্য করে কিছু একটা বলেছিলেন রামোস। রেফারি হের্নান্দেস হের্নান্দেস অবশ্য তার প্রতিবেদনে এসব কিছু জমা দেননি। তাই স্বাভাবিক নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।

যদিও বিষয়টিতে শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তাবাস না চাওয়াতেই নাকি বড় শাস্তির হাত থেকে রক্ষা পেয়েছেন রামোস। নইলে মেসির ওপর যেভাবে পা চালিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার, তাতে ৪ ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা শোনা গিয়েছিল স্প্যানিশ মিডিয়ায়। আরও একটি ব্যাপারও এসেছে সামনে। রেফারির সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করায় নেইমার যেখানে ২ ম্যাচ নিষিদ্ধ হলেন, সেখানে রামোস ‘এল ক্লাসিকো’তে রেফারিকে ধাক্কা দিয়েও পেলেন না কোনও শাস্তি! শুধুমাত্র লাল কার্ড দেখায় স্বাভাবিক নিয়মে হলেন এক ম্যাচ নিষিদ্ধ। গোল ডটকম

/কেআর/