রিয়ালের প্রথম ‘ফাইনাল’ সেভিয়ার বিপক্ষে

রিয়াল মাদ্রিদলা লিগায় রিয়াল মাদ্রিদের বাকি আরও তিন ম্যাচ- বার্সেলোনার চেয়ে একটি বেশি। আজ রবিবার বাংলাদেশ সময় রাত ১২টায় সেভিয়াকে স্বাগত জানাবে তারা। এটাই এ মৌসুমে ঘরের মাঠে জিনেদিন জিদানের দলের শেষ খেলা, যেটাকে ধরা হচ্ছে চার ‘ফাইনাল’ ম্যাচের শুরুর ম্যাচ।

২০১২ সালের পর থেকে না পাওয়া লা লিগা শিরোপা পেতে বাকি তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট উদ্ধার করতে হবে রিয়ালকে। বার্সেলোনা তাদের বাকি দুই ম্যাচে জিতলেও সমস্যা নেই। রোনালদো-বেনজিমারা দুটি জয় ও একটি ড্র পেলেই আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা তাদের ধরতে পারবে না।

রিয়ালকে এ তিন ‘ফাইনাল’ খেলতে হবে প্রতি তিনদিন পর। শুরুটা তাদের জন্য কঠিন হবে। গত জানুয়ারিতে সেভিয়ার মাঠে ২-১ গোলে হেরে গিয়েছিল রিয়াল। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে তার পুনরাবৃত্তি হলে শিরোপা হারানোর বিরাট শঙ্কায় পড়ে যাবে তারা। তখন বার্সা শেষ দুই ম্যাচ জিতলেই লা লিগায় টানা চ্যাম্পিয়ন হবে। আর তাই সেভিয়ার বিপক্ষে খুব সাবধানী হয়ে খেলতে হবে রিয়ালকে। যদিও নিজেদের সামর্থ্য নিয়ে কোনও সন্দেহ নেই জিদানের শিষ্যদের। গত এপ্রিলে বার্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে হারের পর লিগে তিন ম্যাচ খেলে দুটিতেই বড় ব্যবধানে জিতেছে তারা।

আগামী ৩ জুন জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে ‘দ্বিমুকুট’ জয়ের আশা টিকিয়ে রাখতে সেভিয়াই সবচেয়ে বড় বাধা রিয়ালের। সেটা টপকাতে রোনালদো-বেনজিমাদের সর্বোচ্চ চেষ্টাই করতে হবে। এর পর লিগ শিরোপা পুনরুদ্ধারে সেল্তা ভিগো ও মালাগাকে নিয়ে চিন্তা করতে পারে রিয়াল। সেভিয়ার বিপক্ষে রিয়ালের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টেন ওয়ান। সূত্র- মার্কা

/এফএইচএম/