বায়ার্নের রেকর্ড ভাঙল রিয়াল

4052843500000578-4505252-image-a-114_1494790724899সেভিয়াকে উড়িয়ে দিয়ে লা লিগা শিরোপার পথে টিকে থাকার পাশাপাশি বায়ার্ন মিউনিখের ইউরোপীয় রেকর্ড ভেঙেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম দল হিসেবে সবচেয়ে বেশি টানা ৬২ ম্যাচে গোল করার কৃতিত্ব গড়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। সেভিয়ার বিপক্ষে ম্যাচটি ৪-১ গোলে জেতে রিয়াল।

সেভিয়ার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার ১০ মিনিটে নাচোর গোলে নতুন রেকর্ড গড়ে রিয়াল। স্প্যানিশ জায়ান্টরা ভেঙেছে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের রেকর্ড। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬১ ম্যাচে গোল করেছিল ইয়ুপ হেইঙ্কেস ও পেপ গার্দিওলার বায়ার্ন।

জার্মানদের রেকর্ড ভাঙার শুরুটা রিয়াল করেছিল গত বছরের এপ্রিলের শেষদিকে। সর্বশেষ তারা গোল করতে ব্যর্থ হয়েছিল ২০১৬ সালের চ্যাম্পিয়নস লিগে। ওই বছরের ২৬ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটি তাদের গোলশূন্য রুখে দেয়।

রিয়াল এ মৌসুমে রেকর্ডটাকে ৬৫ ম্যাচে নেওয়ার সুযোগ পাচ্ছে। এজন্য লা লিগার শেষ দুই ম্যাচে সেল্তা ভিগো ও মালাগার বিপক্ষে গোল করতে হবে। একই সঙ্গে কার্ডিফে ৩ জুন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জুভেন্টাসের জালে বল পাঠাতে হবে। সূত্র- মার্কা

/এফএইচএম/