‘স্বপ্নের’ ব্যালন ডি’অর জিততে তাড়াহুড়ো নেই নেইমারের

নেইমারলিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর বৃত্ত ভেঙে ২০০৯ সালের পর আর কেউ জিততে পারেননি ব্যালন ডি’অর। সময়ের সেরা দুই খেলোয়াড়ের রাজত্বে হানা দেওয়ার ক্ষমতা নেইমারের মাঝে অনেক আগেই দেখেছিলেন কিংবদন্তি পেলে। সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ব্রাজিলিয়ান তারকার বাক্সে ভোট বেড়েছে আরও, যদিও সোনার বলটা ছুঁয়ে দেখা হয়নি তার এখনও। নেইমার অবশ্য ব্যক্তিগত অর্জনে সবচেয়ে মর্যাদার পুরস্কার জিততে তাড়াহুড়ো করতে চান না। তার কাছে এখনকার বিশ্বসেরা মেসির সঙ্গে খেলতে পারাকেই বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।

২০১৫ সালের ব্যালন ডি’অরে তৃতীয় হওয়াটা এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন নেইমারের। ভবিষ্যতে যে ব্যালন ডি’অরটা হাতে তুলতে পারবেন, এই বিশ্বাস আছে তার। যদিও তাড়াহুড়ো করতে চান না ব্রাজিলিয়ান অধিনায়ক। ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রত্যেক খেলোয়াড়ই চায় ব্যালন ডি’অর জিততে। অবশ্যই, আমিও চাই। যদিও আমার চাওয়াটা হলো বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলার, আর সবার সেরা হলো মেসি।’

মেসি ব্যালন ডি’অর জিতেছেন পাঁচবার। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের সঙ্গে খেলে নিজেকে আরও ধারালো করে তুলছেন নেইমার। একদিন যে পুরস্কারটা তার হাতেও উঠবে, সেই স্বপ্নটা নেইমার দেখেন পেশাদারী ফুটবলের প্রথম দিন থেকে, ‘সেরা হওয়ার স্বপ্নটা আমিও দেখি, তবে এর জন্য আমি শান্ত আছি, কোনও রকম তাড়াহুড়ো করতে চাই না।’ মার্কা

/কেআর/