এখনই শিরোপা উদযাপন নয়: রোনালদো

40751FCC00000578-4515892-image-a-4_1495048696680আর একটি ম্যাচ, একটি পয়েন্ট- পাঁচ বছর পর লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা ফুরাবে রিয়াল মাদ্রিদের। নিকট প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা অ্যাইবারের বিপক্ষে যাই করুক না কেন, আগামী রবিবার হার ভিন্ন যে কোনও ফল স্প্যানিশ সাম্রাজ্যের মুকুট এনে দেবে জিনেদিন জিদানের দলকে। আর তখনই শিরোপার উদযাপন করবেন রিয়াল ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

সেল্তা ভিগোর বিপক্ষে জোড়া গোল করার পর শিরোপার খুব কাছে পৌঁছে গেছে রিয়াল। চ্যাম্পিয়ন হওয়ার উৎসব কিছুটা করে রাখলেও রাখতে পারত তারা। কিন্তু বালাইদোসে বুধবার শেষ বাঁশি বাজার পর আবেগে ভেসে যায়নি রিয়াল। ম্যাচ শেষে রোনালদো বলেছেন, ‘এখনই আমরা উদযাপন করছি না। আমাদের এখনও এক ম্যাচ বাকি। আমরা জানি শেষ পর্যন্ত আমাদের যেতে হবে। আজ (বুধবার) আমরা খুব ভালো খেলেছি। আমরা ভালো ফর্মে আছি এবং আত্মবিশ্বাস আছে এটা প্রমাণ করেছি।’

মালাগাকে নিয়ে রোনালদোর মূল্যায়ন, ‘মালাগা তাদের ঘরে অনেক শক্তিশালী দল। তবে নিজেদের নিয়ে অবশ্যই ভাবতে হবে আমাদের। বিশ্বাস রাখতে হবে যে জিতব। জেতার জন্য সেখানে যাব আমরা। আমরা রিয়াল মাদ্রিদ। দেখিয়ে দেব আমরা সেরা দল এবং চ্যাম্পিয়ন।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/