যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত এনরিকে

14952822612810 (1)ইউরোপের প্রথম সারির লিগগুলোর মধ্যে এখন সবার চোখ স্পেনে। কার হতে উঠবে শিরোপা, জানা যাবে শেষদিন। লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রবিবার রিয়াল মাদ্রিদ নামছে মালাগার মাঠে, আর বার্সেলোনা আতিথ্য দেবে অ্যাইবারকে। বার্সা যাই করুক না কেন, জিতলে বা ড্র করলে পাঁচ বছরে প্রথম শিরোপা জিতবে রিয়াল। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে প্রশান্ত চিত্তে কথা বলেছেন বার্সা কোচ লুই এনরিকে।

ন্যু ক্যাম্পে বার্সা কোচের এটাই শেষ ম্যাচ। এ মৌসুম শেষে কাতালানদের বিদায় জানাবেন এনরিকে। শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে একটু আবেগী হয়ে গেলেন তিনি। টানা তৃতীয় লিগ শিরোপা জেতার প্রত্যাশা ছিল তার কণ্ঠে। তবে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি আছেন আস্তুরিয়ান কোচ, ‘এ ধরনের অবস্থাকে মোকাবিলা করার একমাত্র উপায় হলো নিজেদের কাজে মনোযোগ দেওয়া। যদি আমরা লিগ জিতি তাহলে চমৎকার, উদযাপন করব। অন্য কিছু হলে আমরা চ্যাম্পিয়নদের অভিনন্দন জানাব। একজন পেশাদার হিসেবে এটাই আমার নীতি।’

বার্সেলোনার বিপক্ষে খেলে প্রত্যেকবার হেরেছে অ্যাইবার। আগের পাঁচ ম্যাচে মাত্র একবার কাতালানদের জালে বল পাঠিয়েছে তারা। তারপরও বিকেলটা সহজ হবে না  মনে করেন এনরিকে, ‘যে কোনও প্রতিপক্ষ শেষদিনের খেলায় বিপজ্জনক হতে পারে। তারা ইতিহাসের সেরা মৌসুম কাটাচ্ছে। আমরা জানি পরিস্থিতি কঠিন হবে। তাদের কাছে ভালো খেলা আশা করছি কিন্তু আমাদের লক্ষ্য অবশ্যই শিরোপা জেতা।’

ন্যু ক্যাম্পে শেষ ম্যাচের আগে আবেগ ধরে রাখতে পারলেন না এনরিকে। তবে এটাই শেষ বিদায় নয় বলেছেন তিনি, ‘এটা বিদায় নয়, শিগগিরই আবার দেখা হবে। পরের মৌসুমে আমি দীর্ঘদিন ন্যু ক্যাম্পে থাকব, এখানে তো আমার জন্য একটা আসন থাকবেই।’ সূত্র- মার্কা

/এফএইচএম/