গোলের নতুন রেকর্ডের সামনে মেসিরা

গোলমেশিন ‘এমএসএন’রীতিমত গোলের বন্যা বইয়ে দিয়েছিল বার্সেলোনা ২০১২-১৩ মৌসুমে। তিতো ভিলানোভার অধীনে সেবার লা লিগায় বার্সেলোনা গোল করেছিল ১১৫টি। এটাই লা লিগার এক মৌসুমে কোনও দলের সর্বোচ্চ গোলের রেকর্ড। তিন মৌসুম আগের সেই রেকর্ডটা ভেঙে দিতে পারে বার্সেলোনাই। আর মাত্র ৪ গোল করতে পারলেই গোলের নতুন রেকর্ড গড়বে কাতালান ক্লাবটি।

২০১৬-১৭ লা লিগা মৌসুমে নিজেদের শেষ ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে এইবারের। ঘরের মাঠের এই ম্যাচটি না জিতলে আবার শিরোপা স্বপ্ন পুরোপুরি ভেস্তে যাবে লুই এনরিকের দলের। অবশ্য শুধু নিজেরা জিতলেই চলবে না, প্রার্থনায় বসতে হবে যাতে মালাগার বিপক্ষে হেরে যায় রিয়াল মাদ্রিদ। তার আগে নিজেদের জেতা চাই এইবারের বিপক্ষে, ন্যু ক্যাম্পে ৩ পয়েন্টের লক্ষ্যে নামা এই ম্যাচে চারবার লক্ষ্যভেদ করতে পারলেই গোলের নতুন রেকর্ড গড়বে বার্সেলোনা। মেসি-সুয়ারেস-নেইমারদের দাপটে চলতি মৌসুমে স্প্যানিশ চ্যাম্পিয়নদের গোল সংখ্যা ১১২। ৩ গোল যোগ করতে পারলে ছুঁয়ে ফেলবে ২০১২-১৩ মৌসুমের রেকর্ড। আর ৪বার বল জালে জড়ালে ১১৬ গোল করে লিখবে নতুন রেকর্ড।

চলতি মৌসুমে ৩৭ ম্যাচ শেষে বার্সেলোনার ১১২ গোল করার পথে সবচেয়ে বেশি অবদান নিঃসন্দেহে ‘এমএসএন’-এর। লিগে লাতিন আমেরিকার তিন তারকা- মেসি (৩৫), সুয়ারেস (২৮) ও নেইমার (১৩) মিলে করেছেন ৭৬ গোল। আর সব ধরনের প্রতিযোগিতা মিলে এবারের মৌসুমে তাদের গোল সংখ্যা ১০৫।

লা লিগায় ৩৫ গোল করা মেসির ‘পিচিচি ট্রফি’ একরকম নিশ্চিত। একই সঙ্গে ইউরোপিয়ান ‘গোল্ডেন শু’-এর দৌড়েও এগিয়ে আর্জেন্টাইন অধিনায়ক। মার্কা

/কেআর/