বিএসজেএ’র প্রয়াত সদস্যদের স্মরণ সভা ও দোয়া মাহফিল

death anniversary todayক্রীড়া সাংবাদিক, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী পামেলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ছিল শনিবার। পামেলের মৃত্যুবার্ষিকী ও বিএসজেএর প্রয়াত সভাপতি এনায়েত উল্লাহ খান, ফজলে রশীদ, মাসুদ আহমেদ রুমি, রউফুল হাসান, সদস্য আল মুসাব্বির সাদী, লেনিন গনি, মেহেদি হাসান, অমল জোহা খান তিতাস ও জসিমউদ্দিননের আত্মার মাগফেরাত কামনায় করে রবিবার বিকাল সাড়ে তিনটা বিএসজেএ কার্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।

বিএসজেএ’র প্রতিষ্ঠাতা সদস্য ও বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক মুহম্মদ কামরুজ্জামান, বিএসজেএ সহ-সভাপতি আরিফুর রহমান বাবু, ডেইলি স্টারের ক্রীড়া সম্পাদক আল-আমিন, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, আল মুসাব্বির সাদী পামেলের বন্ধু ইফতেখার পাভেল স্মৃতিচারণ করেন। এছাড়া বিএসজেএ সভাপতি সাইদুর রহমান শামীম ও সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন স্মরণসভায় বক্তব্য রাখেন।

পামেলকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘তার মতো কাজ পাগল লোক পাওয়া খুব কঠিন। তিনি ফুটবলকে ভালোবাসতেন। ফুটবল অনেক দূর এগিয়ে যাবে এমন স্বপ্নই তিনি দেখছেন। আজ তিনি নেই, তার কাজের প্রতি ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে।’

স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা আরও বলেছেন- ব্যক্তিত্ব, প্রজ্ঞা, জ্ঞাণ ও ক্রীড়া সাংবাদিকতার প্রতি নিবেদিতপ্রাণ পামেল ছিলেন সকল বিতর্কের উর্ধ্বে। খেলোয়াড়, কর্মকর্তা ও অন্য সকলের সঙ্গে সবার প্রিয় ‘পামেল ভাইয়ের’ সম্পর্ক ছিল প্রশংসনীয় এক অধ্যায়।

১৯৯৫ সালে ইংরেজি দৈনিক দি ইন্ডিপেনডেন্টে ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সাদী। ২০০৫ সালে যোগ দিয়েছিলেন ডেইলি স্টারে। ১৫ বছর ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করার পর ২০০৯ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম বৈতনিক সাধারণ সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স সাদী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ২০ মে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ছাড়াও মা, ভাই, বোন সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মরত থাকাবস্থায় ১৯৯৯ সালের মে মাসে শচীন টেন্ডুলকারকে নিয়ে লেখেন ‘শচীন টেন্ডুলকারের গড়ে উঠা’ নামে বই এবং ২০০২ সালের জানুয়ারিতে ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার উপর ‘ব্রায়ান লারার আত্মজীবনী’ লেখেন। আল মুসাব্বির সাদী বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)’র সিনিয়র সদস্য ছিলেন।

/আরআই/এফএইচএম/