জিদানের পেশাদার জীবনের ‘সেরা দিন’

iফ্রান্সের সঙ্গে বিশ্বকাপ, জুভেন্টাসের জার্সিতে দুটি সিরি আ ও রিয়াল মাদ্রিদে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতার অভিজ্ঞতা আছে জিনেদিন জিদানের। আগের মৌসুমে মাঝামাঝি সময়ে কোচের দায়িত্ব নিয়ে মাদ্রিদের ক্লাবকে জেতান একাদশ চ্যাম্পিয়নস লিগ। তবে পুরো একটি মৌসুম দায়িত্বে থাকলেন এবার, ৫ বছর পর রিয়াল জিতল লা লিগা। আর এমন দিনকে ‘পেশাদার জীবনের সেরা’ বললেন ফরাসি কোচ।

৩৩তম লিগ শিরোপাজয়ী রিয়ালের পরের মিশন ৩ জুন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। জুভেন্টাসের বিপক্ষে জিতে ১৯৫৮ সালের পর ক্লাবের প্রথম ‘ডাবল’ জয়ের লক্ষ্য তাদের।

টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা রিয়ালের ঘরে উঠবে কি না অপেক্ষা করতে হবে। তবে রবিবার লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার পর বাধভাঙা উচ্ছ্বাস জিদানের মনে, ‘আপনি জানেন কোথায় আছে, রিয়ালের একজন কোচ হিসেবে প্রত্যাশা সবসময় অনেক উঁচুতে থাকে। আমি সেটা পছন্দ করি, খেলোয়াড় হিসেবে আমি এমন পরিস্থিতির মধ্যে গিয়েছি। এ ক্লাবের সঙ্গে আমি সবকিছু জিতেছি, এই জার্সিতে। কিন্তু কোচ হিসেবে লা লিগা জয় ভিন্ন কথা, এর আনন্দ সর্বোচ্চ।’

লিগ শিরোপার আনন্দ প্রকাশ করতে গিয়ে রিয়াল কোচ বলেছেন, ‘৩৮ ম্যাচ পর প্রথম হওয়া, আমার জন্য পেশাদার জীবনে নিশ্চয় এটাই সবচেয়ে সুখের দিন। এটা বর্ণনার ভাষা খুঁজে পাচ্ছি না। ভেতরে ভেতরে আমি খুব খুশি, অনেক খুশি।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/