গ্রুপসেরা হয়েই কোয়ার্টার ফাইনালে আবাহনী

Walton Federation Cup Quarterfinal Line Upড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যেত ঢাকা আবাহনীর। ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল বলে কথা, তারা কি আর ড্রয়ের জন্য খেলবে! মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে শুরু থেকেই খেলেছে আক্রমণাত্মক, তার ফলও পেয়েছে আবাহনী। ১-০ গোলের জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে। হারলেও কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়ে থাকা মুক্তিযোদ্ধা হয়েছে ‘এ’ গ্রুপের রানার্সআপ।

বাদ পড়তে হয়েছে তাই ফেডারেশন কাপের নতুন দল সাইফ স্পোর্টিং ক্লাবকে। এই দলটিই নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে রুখে দিয়েছিল আবাহনীকে। তাই মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচটি কঠিন হয়ে পড়েছিল ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির জন্য। যদিও সব শঙ্কা উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে পা রেখেছে গত আসরের শিরোপা জয়ীরা।

সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ছিল আবাহনী। যদিও মুক্তিযোদ্ধার দুর্দান্ত রক্ষণে খুব একটা সুবিধা করে উঠতে পারছিল না। গোলের জন্য তাই অপেক্ষায় থাকতে হয়েছে ২৯ মিনিট পর্যন্ত, যখন রুবেল মিয়ার লক্ষ্যভেদে লিড পায় দ্রাগো মামিচের দল। ল্যান্ডিনের পাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার শটে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধের ওই গোলের লিড নিয়েই বিরতিতে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি তারা। বিপরীতে মুক্তিযোদ্ধার সমতা ফেরানোর সুযোগগুলোও যায় ভেস্তে। তাই রুবেলের দেওয়া গোলটিই গড়ে দেয় ম্যাচের ফল।

১-০ গোলের এই জয়ে আবাহনী শেষ আটে উঠে যায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। আর হার মানা মুক্তিযোদ্ধা হয় রানার্সআপ। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন আবাহনীর শেষ আটের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। আর মুক্তিযোদ্ধা সেমিফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে রহমতগঞ্জের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের লাইনআপ :

শেখ জামাল-মোহামেডান

চট্টগ্রাম আবাহনী-শেখ রাসেল

ঢাকা আবাহনী-ব্রাদার্স ইউনিয়ন

রহমতগঞ্জ-মুক্তিযোদ্ধা

/কেআর/