কর ফাঁকির মামলায় মুক্তি পাননি মেসি

94e1c2e7487316213bbbd0c4000476ccকর ফাঁকির মামলায় ২১ মাসের জেল হয়েছিল লিওনেল মেসির। এই রায়ের বিরুদ্ধেই স্প্যানিশ আদালতে আবেদন করেছিলেন। তাতেও সুখবর আসেনি আদালত থেকে। আগের সেই রায়ই বহাল রেখেছেন আদালত। তবে কিছু কর পরিশোধ করায় তার বাবার জেলের মেয়াদ কিছুটা কমানো হয়েছে।

মেসি ও তার বাবা হোর্হে ২০০৭ থেকে ২০০৯ সালে কর ফাঁকি দিয়েছেন প্রায় ৪১ লাখ ইউরো। অবশ্য একদিক থেকে সৌভাগ্য বলতে হবে মেসির। কম মাত্রার অপরাধের ক্ষেত্রে ও শাস্তির মেয়াদ বিবেচনায় নিয়ে মেসিকে প্রথমবার এই অপরাধের জন্য জেল খাটতে হবে না। তবে পুনরাবৃত্তি হলে তখন জেল খাটতে হবে মেসিকে। 

স্প্যানিশ নিয়ম অনুযায়ী দুই বছরের নিচে কোনও শাস্তির রায় হলে তা পুনর্বাসনে কাটিয়ে দিলেও চলে। আর মেসির জেলের সাজা না কমলেও তার বাবার ২১ মাসের সাজা কমে দাঁড়িয়েছে ১৫ মাসে।

/এফআইআর/