চলে যাওয়ার সময় কোনও দুঃখ নেই এনরিকের

লুই এনরিকেজেরার্দো মার্তিনোর উত্তরসূরি হয়ে ২০১৪ সালের ১৯ মে ন্যু ক্যাম্পে এসেছিলেন লুই এনরিকে। প্রথম মৌসুমে একে একে পাঁচটি শিরোপা ধরা দিয়েছিল তাকে- লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব অর্জন করে এনরিকের বার্সেলোনা। গত বছরও দুটি শিরোপার স্বাদ নিয়েছিলেন এনরিকে। কাতালানরা লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। কিন্তু শেষ মৌসুমে এসে মাত্র একটি শিরোপা হাতে পেলেন এনরিকে। তবে ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার সময় কোনও দুঃখ নেই তার।

সর্বশেষ কোপা দেল রে জয়ে বার্সার সঙ্গে ৯টি শিরোপার ভাগিদার হলেন এনরিকে। তার চেয়ে বার্সার সঙ্গে আরও বেশি শিরোপা জেতা কোচ কেবল পেপ গার্দিওলা (১৪) ও ইয়োহান ক্রুইফ (১১)। সাবেক সফল কোচদের ধরতে না পারায় আফসোস নেই এনরিকের, ‘কোনও দুঃখ নেই, শুধু আনন্দ। আমি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার ও খেলোয়াড়দের জন্য সঠিক সময়।’

দলকে শতভাগ দিয়ে গেছেন বিশ্বাস ২০১৫ সালের ফিফা বর্ষসেরা কোচের, ‘যদি কেউ বলত আমি ১৩ শিরোপার মধ্যে ৯টি জিতব, তাহলে আমি খুশি হতাম। আমি দলের কাছ থেকে শতভাগ পেয়েছি এবং আমিও তাদের দিয়েছি। আমি মনে করি না এ ব্যাপারে কেউ আমার সঙ্গে দ্বিমত পোষণ করবে।’

সোমবার বার্সেলোনা তাদের নতুন কোচের নাম ঘোষণা করবে। তার উত্তরসূরিকে এ দায়িত্ব উপভোগ করতে পরামর্শ দিলেন তিনি। নিজের ভবিষ্যত নিয়ে ৪৭ বছর বয়সী বলেছেন, ‘আমি জানি না ভবিষ্যতে কী করব। যে কোনও দিকে যেতে পারি আমি, এমনকি অন্য কোনও খেলায় কোচিং করাতে পারি। আমি অন্য খেলাতেও বেশ ভালো।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/