ফেডারেশন কাপের ফাইনালে চট্টগ্রাম আবাহনী

ফেডারেশন কাপের ফাইনালমামুনুল ইসলামের একমাত্র গোলটিই গড়ে দিল সেমিফাইনালের ফল। অষ্টম মিনিটে এই মিডফিল্ডারের দেওয়া গোলে প্রথমবার ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। ১-০ গোলের হারে তাই থামল রহমতগঞ্জের রূপকথার দৌড়।

শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে উত্তেজনাকর সেমিফাইনালের শুরুতেই গোলোৎসবে মাতে চট্টগ্রাম আবাহনী। ম্যাচ ঘড়ির অষ্টম মিনিটে তাদের এগিয়ে নেন মামুনুল। নাইজেরিয়ান ফরোয়ার্ড আফিজ ওলাদিপোর কাট ব্যাক ডি বক্সের বাইরে থেকে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

শুরুতেই পিছিয়ে পড়া রহমতগঞ্জ ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। সুযোগও তৈরি করেছিল বেশ কয়েকটি। যদিও ইসমাইল বাঙ্গুরা, রাশেদুল আলম শুভ ও মোহাম্মদ হিমেল সুযোগগুলো কাজে লাগাতে না পারায় সমতায় আর ফেরা হয়নি ফেডারেশন কাপে চমক জাগিয়ে সেমিফাইনালে ওঠা রহমতগঞ্জের।

শিরোপা নির্ধারনী ম্যাচে ৫ জুন চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে ঢাকা আবাহনী-শেখ জামালের দ্বিতীয় সেমিফাইনাল জয়ী দলের বিপক্ষে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ঢাকা আবাহনী-শেখ জামাল।

/কেআর/