আমি বিশ্বের সেরা কোচ নই: জিদান

14965246103088গত ৫১২ দিনে রিয়াল মাদ্রিদকে দুটি চ্যাম্পিয়নস লিগ, একটি করে লা লিগা, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন জিনেদিন জিদান। এ মৌসুমে ফরাসি কোচ জিতেছেন ‘দ্বিমুকুট’। কিন্তু ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা জিদানকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। প্রথম কোচ হিসেবে তিনি চ্যাম্পিয়নস লিগ শিরোপা ধরে রাখতে সফল হলেন। তারপরও মাটিতে পা রাখছেন জিদান। নিজেকে সেরা কোচ মানতে আপত্তি তার।

ম্যাচ শেষে পুরো মৌসুমকে একবাক্যে মূল্যায়ন করেছেন জিদান এভাবে, ‘এটা ছিল অসাধারণ একটা বছর। এই সেরা ক্লাব ও এর সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাই। এ খেলোয়াড়রা অনেক পরিশ্রম, এ শিরোপা জয়ে আমরা আত্মবিশ্বাসী ছিলাম।’

জুভেন্টাসের বিপক্ষে ডাগআউটে অন্যবারের চেয়ে অনেক বেশি শান্ত দেখা গেছে জিদানকে। কিন্তু মনের মধ্যে ছিল বাধভাঙা আনন্দ, ‘আমি খুশি। আমি আমার আনন্দ দেখাইনি, কিন্তু ভেতরে ভেতরে খুব খুশি ছিলাম।’

নিজেকে এখন বিশ্বের সেরা কোচ হিসেবে মানেন কি না প্রশ্নে জিদানের বিনয়ী উত্তর, ‘না, না। আমি তেমনটা নই।’ সূত্র- মার্কা

/এফএইচএম/