পর্তুগালকে রুখে দিলো মেক্সিকো

5013342_herolইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল কনফেডারেশনস কাপে শুরু করল ড্র দিয়ে। উত্তর আমেরিকার ‘জায়ান্ট’ মেক্সিকো তাদের ২-২ গোলে রুখে দিয়েছে।

শক্তির দিক দিয়ে এগিয়ে ছিল পর্তুগাল। ৪-৪-২ ফরমেশনে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে আক্রমণভাগে ছিলেন ন্যানি। নিজে গোল পান নি রোনালদো, তবে প্রথম গোলে অবদান ছিল তার। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের বানিয়ে দেওয়া বলে ৩৪ মিনিটে গোলমুখ খোলেন রিকার্দো কারেসমা। তবে ৮ মিনিট পরই হাভিয়ের হার্নান্দেজের গোলে সমতা ফেরায় মেক্সিকানরা। ১-১ গোলে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর দুই দলের কেউই তেমন একটা সুযোগ পায়নি। তবে শেষ ১০ মিনিট গোলের দুটি সুযোগ তৈরি করে। কিন্তু মেক্সিকো গোলরক্ষক ওচোয়া দু’বার প্রতিহত করেন কারেসমা ও আন্দ্রে সিলভাকে। অবশ্য ৮৬ মিনিটে রিকার্দো আলভেসের গোলে ২-১ করে পর্তুগাল। কিন্তু শেষ মুহূর্তে তাদের জয়বঞ্চিত করেন হেক্টর মরেনো। ৯১ মিনিটে জোনাথন সান্তোসের বানিয়ে দেওয়া বলে ২-২ করেন তিনি।

‘এ’ গ্রুপে আগের দিন রাশিয়া ২-০ গোলে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। রবিবার কাজান এরেনায় দ্বিতীয় ম্যাচটি ড্র হওয়ায় শীর্ষে থাকল স্বাগতিকরা। সূত্র- গোলডটকম

/এফএইচএম/