যমজ ছেলের বাবা হয়েছেন রোনালদো

nintchdbpict0003350998601মিডিয়ায় একটি খবর বেশ চড়াও হয়েছিল কয়েক সপ্তাহ আগে- ক্রিস্তিয়ানো রোনালদো যমজ ছেলের বাবা হয়েছেন। কিন্তু এনিয়ে বরাবরই চুপ ছিলেন পর্তুগালের অধিনায়ক। অবশেষে নিজ মুখে স্বীকার করলেন- যমজ ছেলের বাবা হয়েছেন তিনি।

চিলির বিপক্ষে পর্তুগাল কনফেডারেশনস কাপ সেমিফাইনালে হেরে বিদায় নেওয়ার পর রিয়াল মাদ্রিদ তারকা দুই সন্তানের ভূমিষ্ঠ হওয়ার খবর নিশ্চিত করেছেন। প্রতিযোগিতা চলার সময়ই এ খুশির সংবাদ পেয়েছেন ৩২ বছর বয়সী।

নির্ধারিত সময়ে গোলশূন্য হলে টাইব্রেকারে ৩-০ গোলে চিলি হারায় পর্তুগালকে। তবে পর্তুগিজদের খেলা এখানেই শেষ নয়। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ খেলবে তারা রবিবার। তবে সেখানে খেলবেন না রোনালদো। দুই ছেলেকে দেখতে রাশিয়া ছাড়ছেন তিনি।

ফেসবুকে যমজ সন্তানের কথা নিশ্চিত করে ফিফার বর্ষসেরা ও ব্যালন ডি’অরজয়ী বলেছেন, ‘আমি সবসময় দেহ ও মন দিয়ে জাতীয় দলের দায়িত্বে ছিলাম। এমনকি দুই ছেলে জন্ম নেওয়ার পরও।’

হতাশা প্রকাশ করে রোনালদো লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমরা আমাদের উদ্দেশ্য অর্জনে সফল হইনি। কিন্তু আমি নিশ্চিত পর্তুগিজদের আমরা আনন্দ দিয়ে যাব।’ নতুন দুই ছেলের মুখ দেখার অগ্রীম আনন্দ তার মনে, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও জাতীয় দল যে মনোভাব দেখিয়েছে সেটা আমাকে পুলকিত করেছে। আমি ভুলব না। আমি প্রথমবার আমার সন্তানদের মুখ দেখতে যাচ্ছি, আমি খুব ‍খুশি।’

রোনালদোর প্রথম ছেলে ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র এ মাসে সাত বছরে পা দিয়েছে। তার মায়ের নাম কখনও জানাননি পর্তুগিজ অধিনায়ক। জানা গেছে, সারোগেট মায়ের মাধ্যমে দুই যমজ সন্তানের বাবা হয়েছেন তিনি। আরেকটি সুসংবাদ পেতে পারেন রোনালদো। মিডিয়ার খবর, রিয়াল তারকার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গোলডটকম

/এফএইচএম/