মেসি নিজের দলে, তাই স্বস্তিতে ভালভারদে

leo-messi-y-valverdeলিওনেল মেসি প্রতিপক্ষ দলে থাকলে তাকে থামানোর ছক কাটতেই ব্যস্ত থাকতে হয় অন্য দলের কোচকে। এর্নেস্তো ভালভারদের কাছে যেটা ছিল এক অস্বস্তিকর অভিজ্ঞতা। এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অ্যাথলেটিক বিলবাওর সাবেক কোচ, কারণ নতুন মৌসুম থেকে আর মেসির বিপক্ষে দল সাজাতে হবে না। বরং ‘অনন্য’ মেসিকে নিজ দলে পেয়ে সন্তুষ্ট বার্সেলোনার নতুন কোচ।

গত মৌসুমে চারবার মেসির মুখোমুখি হতে হয়েছিল ভালভারদের বিলবাওকে। লা লিগায় দুবারই হেরে যায় তারা। গত জানুয়ারিতে কোপা দেল রে’র শেষ ষোলো থেকে বিলবাওকে বিদায় নিতে হয়েছে মেসির ফ্রিকিক গোলে। তার আগে ২০১৫ সালের কোপা দেল রে ফাইনালে আর্জেন্টাইন ফরোয়ার্ডের জোড়া গোলে শিরোপাবঞ্চিত হয় বিলবাও।

এখন দুই বছরের জন্য বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে স্বস্তি পেয়েছেন ভালভারদে। কারণ মেসির মুখোমুখি আর হতে হবে হবে না তাকে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর প্রশংসা করে ৫৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘অবশ্যই মেসি একজন অনন্য খেলোয়াড়। যে কোনও পজিশনে খেলুক না কেন, সে ভালো খেলবে।’

মেসিকে দলে পাওয়া কতটা স্বস্তির সেটা বোঝাতে ভালভারদের মন্তব্য, ‘আমরা যেভাবে খেলা শুরু করি না কেন, সে দলকে একটা ভালো অবস্থানে রেখে শেষ করবে। তাই এটা (তার কোচ হওয়া) স্বস্তির অনুভূতি। আপনি প্রতিপক্ষ দলে থাকলে দেখতে পাবেন, তাকে থামানোর মতো খেলোয়াড়ের অভাব আছে দলে।’ গোল, ইএসপিএনএফসি

/এফএইচএম/এএআর/