পিএসজিতে যাওয়ার কারণ জানালেন নেইমার

নেইমারদিনটা সোনার হরফে লেখা থাকবে ফুটবল ইতিহাসের পাতায়। দলবদলের অনেক আয়োজন দেখেছে, তবে এমনটা হয়নি কখনও। এ যেন কল্পনাকেও হার মানায়! ১০০ মিলিয়ন ইউরো পার হয়েছে অনেক আগেই, দেখার অপেক্ষা ছিল অঙ্কটা আর কত বাড়ে। কিন্তু এক লাফে ২২২ মিলিয়ন ইউরো দেখবে, সেটা হয়তো নেইমারের দলবদল নিয়ে শুরুর আলোচনাতেও ভাবেননি কেউ। কল্পনাকে হার মানিয়ে অবিশ্বাস্য এই অঙ্কেই বৃহস্পতিবার ব্রাজিলিয়ান তারকাকে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ত জার্মেই পাঁচ বছরের চুক্তিতে। শুধু টাকার জন্য, নেইমারের ফরাসি ক্লাবকে বেছে নেওয়ার কারণটা কিন্তু অন্য। ‘উচ্চাকাঙ্ক্ষী’ পিএসজিই তার মন গলিয়েছে বলে জানিয়েছেন দলবদল নিয়ে প্রথমবার মুখ খুলে।

মুখ একেবারে বন্ধ করে রেখেছিলেন নেইমার। কত নাটক যে মঞ্চায়িত হয়েছে তার দলবদল নিয়ে, কিন্তু তিনি ছিলেন একেবারে নীরব। পিএসজির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করার পর খুলেছেন মুখ। শুরুতেই জানিয়েছেন ফরাসি ক্লাবটিতে যোগ দিতে পেরে ভীষণ আনন্দিত তিনি, ‘আমি ভীষণ খুশি পিএসজিতে যোগ দিতে পেরে।’ ফরাসি ক্লাবটির নিজস্ব ওয়েবসাইটে নেইমার তার নতুন দলকে নিয়ে বলেছেন, ‘যখন থেকে আমি ইউরোপে এসেছি, দেখেছি তারা অন্যতম লড়াকু ও উচ্চাকাঙ্ক্ষী দল।’

স্বপ্ন সঙ্গী করে একটু একটু করে এগিয়ে চলা দলটিকে মনে ধরে যায় নেইমারের। ভালো করার প্রচণ্ড ইচ্ছাশক্তির এই জায়গার কারণেই পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা, ‘পিএসজির উচ্চাকাঙ্ক্ষা  আমাকে টেনে এনেছে এই ক্লাবে। আর তার সঙ্গে তাদের ইচ্ছাশক্তিও বড় ভূমিকা রেখেছে।’

ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার পরপরই নিজের লক্ষ্যের কথাও শুনিয়েছেন নেইমার, ‘আজ (বৃহস্পতিবার) থেকে আমার সতীর্থদের সাহায্য করতে আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করব। নতুন দিগন্ত উন্মোচন করে বিশ্বের অসংখ্য ভক্তদের মনে খুশি বইয়ে আনবো।’

তার জন্য চাই শিরোপা। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ। সেই লক্ষ্যেই তো ২২২ মিলিয়ন ইউরো খরচ করে পিএসজি এনেছে তাকে। এত বড় অঙ্কের বোঝা বইতে পারবেন তো নেইমার! বিবিসি, মার্কা

/কেআর/