রিয়ালে ফিরলেন রোনালদো

15018760427313চিলির বিপক্ষে কনফেডারেশনস কাপ সেমিফাইনালে টাইব্রেকারে পর্তুগালের হারের পর থেকে ছুটিতে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। অবশ্য মাঠের বাইরের বিতর্কিত ঘটনায় কিছুটা ব্যস্ত সময় পার করতে হয়েছে পর্তুগিজ তারকাকে। তাছাড়া প্রাক মৌসুমের ম্যাচে তাকে আনার ব্যাপারে তাড়াও দেখাননি রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। অবশেষে এক মাসেরও বেশি সময় পর ক্লাব সতীর্থদের সঙ্গে মাঠে যোগ দিলেন ৩২ বছর বয়সী।

নতুন মৌসুমের আগে প্রথমবার রোনালদোকে অনুশীলনে স্বাগত জানাল রিয়াল। প্রাক মৌসুমে তার অভাব ভালোভাবে টের পেয়েছিল মাদ্রিদের ক্লাব। প্রথম তিন ম্যাচের সব হেরেছিল তারা। এর পর সর্বশেষ ম্যাচে এমএলএস অলস্টার একাদশের বিপক্ষে টাইব্রেকারে জিতেছে রিয়াল। এখন তাদের সামনে দুটি কঠিন পরীক্ষা- উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ।

অবশ্য মঙ্গলবার উয়েফা সুপার কাপে ম্যানইউর বিপক্ষে তাকে প্রত্যাশা করা যাচ্ছে না। বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ কাপের দুই লেগের জন্য তাকে প্রস্তুত হতে বলেছেন জিদান। আগামী ১৪ ও ১৭ আগস্ট হবে দুই এল ক্লাসিকো। মার্কা

/এফএইচএম/