প্যারিসে সাদর অভ্যর্থনা নেইমারের

নতুন ক্লাবে ভক্তদের ভালোবাসায় মুগ্ধ নেইমারপ্যারিস সেন্ত জার্মেইর জার্সিতে এখনও মাঠে নামা হয়নি নেইমারের। শনিবার ফরাসী লিগে ক্লাবের প্রথম ম্যাচ তিনি দেখেছেন বাবা-মার সঙ্গে ভিআইপি বক্সে বসে। আমিয়েঁর বিপক্ষে নতুন ক্লাবের ২-০ গোলের জয় সেখানে বসেই উপভোগ করেছেন ব্রাজিলিয়ান তারকা। পিএসজির কোচ উনাই এমেরির বিশ্বাস, প্যারিসের জীবন উপভোগ্যই হবে নেইমারের জন্য।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট সময়মতো পিএসজি পায়নি। তাই শনিবার পিএসজির হয়ে অভিষেক হয়নি নেইমারের। তবে ম্যাচ শুরুর আগে তাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। পার্ক ডি প্রিন্সেসে দিনের আলোতেই ছিল আতশবাজির ঝলকানি। ভক্তদের ‘নেইমার, নেইমার’ চিৎকারে মুখর ছিল পুরো স্টেডিয়াম। ভক্তদের এমন ভালোবাসায় মুগ্ধ নেইমার প্রতিক্রিয়া জানিয়েছেন মাত্র দুটি শব্দে, ‘জাদুকরী প্যারিস’।

শুধু ‍পিএসজির মাঠে নয়, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের সম্মানে সেজে উঠেছিল আইফেল টাওয়ারও। লাল-নীল আলোর খেলার মাঝে প্যারিসের বিশ্ববিখ্যাত স্থাপনায় ফুটে ওঠে ‘নেইমার জুনিয়র’ লেখা।

নেইমারকে স্বাগত জানিয়েছে আইফেল টাওয়ারওরেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’র বিনিময়ে বার্সেলোনা থেকে যোগ দেওয়া নেইমারকে পেয়ে উচ্ছ্বসিত এমেরি। পিএসজি কোচ বলেছেন, ‘নেইমারকে ভালোভাবে দলের সঙ্গে মানিয়ে নিতে হবে। আর সেজন্য আমরা যথাসম্ভব সাহায্য করব তাকে।’

ব্রাজিলিয়ান তারকাকে দলে পেয়ে এমেরির চোখে এখন একাধিক শিরোপা জয়ের স্বপ্ন, ‘নেইমারকে পেয়ে পিএসজির এক ধাপ অগ্রগতি হবে। নিজের উন্নতির জন্য নেইমারও বেছে নিয়েছে পিএসজিকে। ফুটবলে বড় ধরনের প্রভাব রাখার পাশাপাশি সব গুরুত্বপূর্ণ শিরোপা জিততে চায় পিএসজি। আমার বিশ্বাস, নেইমারকে পেয়ে কাজটা অনেক সহজ হবে।’

এমেরির ধারণা, অবিশ্বাস্য ট্রান্সফার ফি’র দলবদলের সুবাদে শুধু নেইমার একা নন,   উপকৃত হবে পিএসজিও। তিনি বলেছেন, ‘এই ট্রান্সফারকে দুই পক্ষেরই আকাঙ্ক্ষার প্রদর্শন আর অগ্রগতির বাসনা বলা যেতে পারে। বিশ্বমঞ্চ মাতানোর উচ্চাকাঙ্ক্ষা এবং আরও স্বীকৃতির আশা এখন করতেই পারে নেইমার।’ মার্কা

/এফএইচএম/এএআর/