প্রস্তুত বায়ার্ন মিউনিখ

বায়ার্ন মিউনিখের শিরোপা উদযাপনপ্রাক মৌসুম প্রস্তুতিতে সময়টা মোটেও ভালো কাটেনি বায়ার্ন মিউনিখের। হেরেছে প্রস্তুতি ম্যাচের পাঁচটিতে। মৌসুম শুরুর আগের ওই হতাশা নিয়ে জার্মান চ্যাম্পিয়নরা মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের। জার্মান সুপার কাপের সেই লড়াই দিয়ে অবশ্য নিজেদের প্রস্তুতির কথা জানান দিয়েছে বায়ার্ন। ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে গড়ানো ম্যাচটি ৫-৪ ব্যবধানে জিতে মৌসুমের প্রথম শিরোপা উদযাপন করেছে ব্যাভারিয়ানরা।

সিগনাল ইডুনা পার্কের ম্যাচ জেতার পর বায়ার্ন কোচ কার্লো অ্যানচেলত্তির ঘোষণা, তারা ‘প্রস্তুত’। প্রাক মৌসুম প্রস্তুতির হতাশা ঝেরে, সবচেয়ে বড় কথা দুই দফা পিছিয়ে পড়ার পর শিরোপা উদযাপনের মুহূর্ত আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে বায়ার্নের ক্যাম্পে। ক্রিস্তিয়ান পুলিসিকের লক্ষ্যভেদে ১২তম মিনিটে এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড, যদিও মিনিট ছয়েক পর জার্মান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান রবার্ত লেভানদোস্কি। এরপর ৭১ মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের লক্ষ্যভেদে আবার লিড নেয় স্বাগতিকরা। কিন্তু ৮৮ মিনিটে ডর্টমুন্ড ডিফেন্ডার লুকাস পিজেক নিজেদের জালে বল জড়ালে সমতায় ফেরে বায়ার্ন।

তাতে নির্ধারিত সময় শেষে স্কোর ২-২ হওয়ায় টাইব্রেকারে গড়ানো ম্যাচটি ৫-৪ গোলে জিতে যায় বায়ার্ন। অথচ প্রাক মৌসুম প্রস্তুতিতে যাচ্ছেতাই পারফরম্যান্সে বায়ার্নের আকাশে জমেছিল কালো মেঘ। পাঁচ ম্যাচ হারের মাঝে ছিল এসি মিলান (৪-০) ও লিভারপুলের (৩-০) বিপক্ষে বড় ব্যবধানের হার দুটিও। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে নতুন মিশন শুরু করল ব্যাভারিয়ানরা জার্মান সুপার কাপের শিরোপা জিতে।

এই শিরোপা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অ্যানচেলত্তি, ‘অবশ্যই শিরোপা গুরুত্বপূর্ণ। আমি আনন্দিত। আমরা ধারাবাহিক ফুটবল খেলেছি।’ ঠিক সময়ে যে বায়ার্ন ঘুরে দাঁড়াতে পারে, সেটাও মনে করিয়ে দিলেন ইতালিয়ান কোচ, ‘আমাদের প্রাক মৌসুমটা ভালো যায়নি, যদিও আমরা তাতে চিন্তিত ছিলাম না। কারণ জানতাম যখন মৌসুম শুরু হবে, আমরা নিজেদের জায়াগায় ফিরে আসব।’ গোল ডটকম

/কেআর/