আবাহনীকে আটকে দিল গোলপোস্ট

আবাহনী-বিজেএমসি ম্যাচের একটি মুহূর্তপ্রতিপক্ষ নয়, ঢাকা আবাহনী হোঁচট খেয়েছে গোলপোস্টে ধাক্কা খেয়ে! দুইবার বর্তমান চ্যাম্পিয়নদের চেষ্টা ফিরে এসেছে বিজেএমসির পোস্টে লেগে। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুর্ভাগ্য আষ্টেপৃষ্ঠে ধরায় গোলের দেখা পায়নি আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিজেএমসির সঙ্গে তাই গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

ম্যাচের প্রায় পুরোটা সময় দাপট দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিপরীতে বিজেএমসির চেষ্টা ছিল তাদের আটকে রাখার। সেই চেষ্টায় তাদের রক্ষণ যতটা ভূমিকা রেখেছে, তার চেয়ে বেশি অবদান রেখেছে গোলপোস্ট। আবাহনীর সুবর্ণ দুটো সুযোগ ভেস্তে গেছে গোলপোস্ট বাধা হয়ে দাঁড়ায়। ম্যাচের তৃতীয় মিনিটেই যেমন এগিয়ে যেতে পারতো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। কিন্তু সেটা হয়নি ইমন বাবুর শট পোস্টে লেগে ফিরে এলে।

একই দৃশ্য ফিরে আসে ৩৮ মিনিটে, এবারও দুর্ভাগ্যের শিকার আবাহনী। পোস্ট হতাশ করে ল্যানডিং ডারবোকে। প্রথমার্ধের ওই ব্যর্থতার পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আবাহনী। কিন্তু বিজেএমসির রক্ষণ দেয়ালের সঙ্গে পেরে উঠেনি তারা। বরং ম্যাচের শেষ দিকে বড় বাঁচা বেঁচে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা! বিজেএমসির পাশবন মোল্লার দূর পাল্লার শট বারের সামান্য ওপর দিয়ে উড়ে যায়।

শেষ পর্যন্ত তাই গোলশূন্য ড্রয়ে মাঠ ছাড়তে হয় আবাহনীকে। এই ড্রয়ে ৪ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট দাঁড়ায় ৭। সমান ম্যাচে বিজেএমসির পয়েন্ট ২।

/কেআর/