এক ম্যাচে আরামবাগের দুই ‘আত্মঘাতী’ গোল

আরামবাগের ‘আত্মঘাতী’তে শেখ জামালের জয়োৎসবগোলের দিক থেকে জিতে গেছে আরামবাগ ক্রীড়া সংঘই। আগের ম্যাচে বাংলাদেশে প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম জয়ের দেখা পাওয়া দলটি সোমবার লক্ষ্যভেদ করেছে ৩টি। কিন্তু এর দুটিই জড়িয়েছে নিজেদের জালে! এক ম্যাচে দুটো ‘আত্মঘাতী’ গোল হলে ফল যা হওয়ার, হয়েছে তাই; শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে তারা হেরেছে ৩-১ গোলে। পরের ম্যাচে মৌসুমের প্রথম জয় পেয়েছে বিজেএমসি। ফরাশগঞ্জকে হারিয়েছে তারা ১-০ গোলে।

মজার ব্যাপার হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের ম্যাচটিতে প্রথম ৩ গোলই এসেছে আরামবাগের কাছ থেকে। শিরোপা প্রত্যাশী শেখ জামালকে শুরুতে ভয় পাইয়ে দিয়েছিল দুর্দান্ত এক গোল করে। আলামি বুকোলা ১৪তম মিনিটে জাল খুঁজে পেলে এগিয়ে যায় আরামবাগ। স্বপ্নের মতো শুরু পাওয়া আরামবাগ এরপর মেতে ওঠে নিজেদের ধ্বংসের খেলায়! প্রথম ধাক্কাটা খায় ৩৬ মিনিটে, যখন জালাল মিয়া নিজেদের জালে বল জড়িয়ে শেখ জামালকে ফেরান সমতায়।

‘আত্মঘাতী’ হওয়ার পর্বের শেষটা এখানেই নয়, প্রথমার্ধে আরও একবার নিজেদের জালে বল জড়ায় আরামবাগ। ইনজুরি টাইমের প্রথম মিনিটে শেখ জামাল আবারও এগিয়ে যায় আরামবাগের ভুলে। এবার আত্মঘাতী গোল করেন শাহরিয়ার বাপ্পি। প্রতিপক্ষের বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন আরামবাগের এই খেলোয়াড়।

হতাশার এই বৃত্ত ভেঙে আর বেরোতে পারেনি তারা। শেখ জামাল সেই সুযোগটা কাজে লাগিয়ে ব্যবধান ৩-১ করে ৬৩ মিনিটে। ম্যাচে তাদের হয়ে একমাত্র গোলটি করেছেন সোলোমন কিং।

বিজেএমসি-ফরাশগঞ্জ ম্যাচের একটি মুহূর্তসোমবার পরের ম্যাচে বিজেএমসি ১-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ। ১৯ মিনিটে কিংসলে ওশিয়োখার একমাত্র লক্ষ্যভেদে চলতি প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম জয়ের দেখা পেয়েছে বিজেএমসি।