৮ গোলের জয়ে তৃতীয় বাংলাদেশ

তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশকেটানা দ্বিতীয়বার শিরোপা জেতা না হলেও সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে তৃতীয় হওয়ার মর্যাদা পেয়েছে বাংলাদেশ। রবিবার ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে পারভেজ বাবুর শিষ্যরা। প্রতিযোগিতার ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে ২০১৩ সালের পর দ্বিতীয় সাফ শিরোপা জিতেছে ভারতের কিশোররা।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তারা ভুটানকে হারায় ৩-০ গোলে। কিন্তু সেমিফাইনালে নেপালের বিপক্ষে ৪-২ গোলে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় গত আসরের চ্যাম্পিয়নরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবারও ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ। এবার গোলবন্যায় তাদের ভাসিয়ে দিয়েছে তারা।

অবশ্য প্রতিযোগিতার সর্বোচ্চ গোল ব্যবধানে জয় ভারতের। চ্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপের প্রথম ম্যাচে ৯-০ গোলে মালদ্বীপকে উড়িয়ে দেয় তারা।

রবিবার হালচোক স্টেডিয়ামে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল তারা। ফয়সাল আহমেদ ফাহিম ১৮ মিনিটে গোলমুখ খোলেন। এর পর ২০ মিনিটে রাজা শেখ ও ২৮ মিনিটে মিরাজ মোল্লা গোল ব্যবধান বাড়ান। তারা দুজন দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন। তাদের জোড়া গোলের পর মোহাম্মদ আকাশ (৬৯), ইয়াসিন আরাফাত (৭৯) ও আরিফ হাসান (৯০) গোল উৎসবে যোগ দেন।

এর আগে ২০১৩ সালেও আফগানিস্তানকে হারিয়ে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। ওইবারও নেপালকে হারিয়ে ভারত জেতে প্রথম শিরোপা। কিশোরদের চতুর্থ সাফ গেমসে এসে ঘটলো তারই পুনরাবৃত্তি। পার্থক্য শুধু আফগানদের জায়গায় বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।