বার্সা ছাড়া লা লিগা কল্পনাতীত: জিদান

Zinedine-Zidane-014স্পেন থেকে কাতালোনিয়ার পৃথক হওয়ার বিষয়টি উঠে এসেছে নতুন করে। গত ৬ সেপ্টেম্বর কাতালোনিয়ার পার্লামেন্টে তাদের স্বাধীন হওয়া না হওয়ার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের জন্য প্রস্তাবিত বিল অনুমোদিত হয়। আগামী ১ অক্টোবর হবে এ গণভোট। কাতালানরা স্বাধীন হবে কি হবে না সেটা জানা যাবে ওই ভোটের ফলাফলে। আলাদা হয়ে গেলে নিশ্চয় তারা আনন্দ উৎসব করবে। কিন্তু এতে লা লিগা থেকে বার্সেলোনা ফুটবল ক্লাবের নাম হারিয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন লিগ প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস, যেটা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের কাছে কল্পনাতীত।

লা লিগার প্রথম মৌসুমেই (১৯২৮-২৯) চ্যাম্পিয়ন হয়েছিল ১১৭ বছরের পুরানো ক্লাব বার্সেলোনা। সব মিলিয়ে ২৪ বার লিগের সেরা হয়েছে তারা। স্পেনের শীর্ষ লিগকে তারা বর্ণিল করেছে রিয়ালের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায়। কাতালানরা স্বাধীন হলে সেই দলকে খেলতে হবে কাতালোনিয়া লিগে। স্পেনের কোনও ধরনের প্রতিযোগিতায় আর দেখা যাবে না তাদের। এমন শঙ্কায় শঙ্কিত জিদান।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ছাড়া লা লিগা রঙ হারাবে মনে করেন রিয়াল কোচ। ফরাসি গ্রেট বলেছেন, ‘এটা কঠিন এক বিতর্ক। আমি জানি না কী ঘটতে যাচ্ছে। আশা করি আমাদের লিগ তাদের ছাড়া হবে না, আমি সেটা চাই না। একজন ক্রীড়াভক্ত হিসেবে আমি এটা দেখতে চাই না। আমার কাছে এটা কল্পনাতীত। বার্সেলোনা সবসময় এই লিগের একটা অংশ।’ মার্কা