উত্তর কোরিয়ার সামনে পাত্তাই পেল না কৃষ্ণারা

বাংলাদেশ-উত্তর কোরিয়া ম্যাচের একটি মুহূর্তকতটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল, সেটা খুব ভালো করে জানা ছিল বাংলাদেশের মেয়েদের। তবে আত্মবিশ্বাসী বাণীই শুনিয়েছিল তারা এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে। তবে বাস্তবতা খুব ভালো করে টের পেল উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠের ফুটবলে। তাদের সামনে দাঁড়াতেই পারেনি কৃষ্ণারা। উত্তর কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের মেয়েরা।

থাইল্যান্ডের চোনবুরি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে নিয়ে এককথায় খেলেছে উত্তর কোরিয়ার মেয়েরা। একের পর এক বল জালে জড়িয়ে দেখিয়ে দিয়েছে কেন তারা টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন। কোয়াং ইয়ং কিম একাই করেছে ৫ গোল। আর জোড়া লক্ষ্যভেদ করেছে সু জিয়ং রি।

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার গোলোৎসবের শুরুটা ম্যাচ ঘড়ির পঞ্চম মিনিটে, যখন ৫ গোল করা কিম খোলে তার খাতা। শুরুর ওই ধাক্কা কৃষ্ণারা কাটিয়ে উঠবে কী, তার আগেই আবার হজম করে দ্বিতীয় গোল। মিনিট তিনেক পর আবারও স্কোরশিটে নাম তোলে কিম। ৫০ মিনিটে কিম পূরণ করে তার হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেই থামেনি কিম, ৫৭ ও ৮৬ মিনিটে আরও দুই গোল করে একাই গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশকে।

কিমের সঙ্গে গোলোৎসবে মেতেছে সু রি। ৩০ মিনিটে গোলের খাতা খুলে দ্বিতীয় গোল করেছে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। তার মাঝে স্কোরশিটে নাম তোলে ইয়ান ওকে কিম ও জি হোয়া ইয়ান।

৯-০ গোলের বিশাল হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের পর্ব শুরু করল বাংলাদেশ। শুরুতেই চ্যাম্পিয়নদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করা কৃষ্ণাদের পরের ম্যাচ জাপানের বিপক্ষে।