মুক্তিযোদ্ধাকে হারিয়ে তিনে আবাহনী

গোলের পর আবাহনী খেলোয়াড়দের উদযাপনপ্রথমার্ধটা কেটেছে হতাশায়। দ্বিতীয়ার্ধে অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ঢাকা আবাহনীকে। নাসিরউদ্দিনের লক্ষ্যভেদে ৫২ মিনিটে এগিয়ে যায় আকাশী-নীল জার্সিধারীরা। পরে ল্যান্ডিং ডারবো জাল খুঁজে পেলে মুক্তিযোদ্ধাকে তারা হারায় ২-০ গোলে। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আবাহনী।

সকালের ভারী বর্ষণে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের অবস্থা খুব একটা ভালো ছিল না। ঠিকমতো খেলতেও পারছিল না আবাহনী ও মুক্তিযোদ্ধা। একই সঙ্গে তৈরি করা সুযোগগুলোও কাজে লাগাতে পারছিল না ঠিকঠাক। প্রথমার্ধে সুযোগ বেশি তৈরি করা আবাহনীকে তাই বিরতিতে যেতে হয় গোলশূন্যভাবে।

যদিও দ্বিতীয়ার্ধে তাদের অপেক্ষায় থাকতে হয়নি। ৫২ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় আবাহনী নাসিরউদ্দিন লক্ষ্যভেদ করলে। এগিয়ে যাওয়া ঢাকার ঐতিহ্যবাহী দলটি জয় নিশ্চিত করে ৮০ মিনিটে, যখন জাল খুঁজে পান গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিং।

মুক্তিযোদ্ধার বিপক্ষে এই জয়ে ৮ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিতে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধাকে থাকতে হলো নবম স্থানেই।