কৌতিনিয়োর জন্য ২০০ মিলিয়ন ইউরো চেয়েছিল লিভারপুল

ফিলিপে কৌতিনিয়োতিন দফা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লিভারপুল। টাকার অঙ্ক বাড়িয়েও ফিলিপে কৌতিনিয়োকে পাওয়া হয়নি বার্সেলোনার। সবশেষ প্রস্তাবের অঙ্কটা কত ছিল, সেটা গোপন রেখেছেন কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তবে লিভারপুলের দাবি করা অঙ্ক প্রকাশ করেছেন তিনি। গ্রীষ্মের দলবদলে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের জন্য ২০০ মিলিয়ন ইউরো চেয়েছিল ইংলিশ ক্লাবটি।

ন্যু ক্যাম্প ছেড়ে নেইমার প্যারিস সেন্ত জার্মেইয়ে চলে যাওয়ার পর তার জায়গা পূরণে অনেকের নামই শোনা গিয়েছিল, যার মধ্যে ছিলেন কৌতিনিয়ো। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের দিকে বার্সেলোনার নজর অবশ্য ছিল আরও আগে থেকে। নেইমার চলে যাওয়ায় চাহিদা আরও জোরদার হয়। যদিও কাজের কাজ কিছু করতে পারেনি কাতালানরা। গ্রীষ্মের দলবদলে তিন দফা মোটা অঙ্কের প্রস্তাব দিয়েও ন্যু ক্যাম্পে আনতে পারেনি কৌতিনিয়োকে। ২৫ বছর বয়সী মিডফিল্ডারের দলবদলের প্রসঙ্গে এক টিভি চ্যানেলকে বার্তোমেউ বলেছেন, ‘আমাদের প্রস্তাবের অঙ্কটা কেমন ছিল, সেটা আমি বলব না। লিভারপুল ২০০ মিলিয়ন ইউরো চেয়েছিল, তবে আমরা ২০০ মিলিয়ন, এমনকি ১৫০ মিলিয়নের দিকেও এগোয়নি।’

কৌতিনিয়োর জন্য দেওয়া প্রস্তাবের সঠিক অঙ্কটা গোপন রাখলেও বার্তোমেউ টাকার একটা ইঙ্গিত দিয়েছেন ঠিকই। সব মিলিয়ে ১২০ মিলিয়ন ইউরোর মধ্যে যেন প্রস্তাবটা থাকে, বার্সেলোনার হিসাবে ছিল সেটাই। বার্তোমেউয়ের ভাষায় যা এমন, ‘আমরা ব্যয়বহুল এই দলবদলের বাজার থেকে পিছু হটার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের প্রস্তাবটা ১০০ মিলিয়ন ইউরোর কম ছিল, যেটা আনুষাঙ্গিক বিষয় মিলিয়ে ১২০ মিলিয়ন ইউরোতে পৌঁছাতো।’ মার্কা, মিরর