রাশিয়াতে আর্জেন্টিনাকে বিদায় বলবেন মাসচেরানো

জাভিয়ের মাসচেরানো২০১৮ সালের বিশ্বকাপ হবে আর্জেন্টিনার জার্সিতে শেষ টুর্নামেন্ট, নিশ্চিত করেছেন জাভিয়ের মাসচেরানো। রক্ষণাত্মক এ মিডফিল্ডার জানালেন, রাশিয়ায় আর্জেন্টিনা কতদূর যাবে সেটার ওপর নির্ভর করছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

লিওনেল মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারানোর পর অবসরের দিনক্ষণ ঠিক করার কথা ভেবেছেন মাসচেরানো। বৃহস্পতিবার দিলেন সেই ঘোষণা।

আর্জেন্টিনার জার্সিতে ১৩৯ ম্যাচ খেলেছেন বার্সেলোনার এ তারকা। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা জাভিয়ের জানেত্তির চেয়ে মাত্র চার ম্যাচ পিছিয়ে তিনি। আর্জেন্টিনা বিশ্বকাপে ওঠায় সেই রেকর্ডটা নিজের দখলে নেওয়ার বিশ্বাস ৩৩ বছর বয়সীর মনে।

বিদায়ের মঞ্চকে রাঙানোর আশা নিয়ে মাসচেরানো বলেছেন, ‘জাতীয় দলের হয়ে আমার ক্যারিয়ার শেষ হবে রাশিয়াতে। আমি ভালো করে ভেবে সিদ্ধান্ত নিয়েছি, ওখানেই হবে আমার শেষ।’

অবশ্য আর্জেন্টিনা বিশ্বকাপে উঠলেও তিনি যে দলে জায়গা পাবেন, সেই নিশ্চয়তা দিতে পারছেন না মাসচেরানো। আপাতত সেই সিদ্ধান্ত কোচ হোর্হে সাম্পাওলির ওপর ছেড়ে দিয়েছেন লিভারপুলের সাবেক এ মিডফিল্ডার। গোল ডটকম