ভালভারদের কাছে মেসিই বিশ্বসেরা

messiব্যালন ডি’অরের লড়াই শুরু হয়ে গেছে ইতিমধ্যে। দিনকয়েক আগে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। যেখানে গতবারের মতো এবারও ফেভারিট ধরা হচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদের অবশ্য এইসব ফেভারিট-তত্ত্বে কোনও আগ্রহ নেই। লিওনেল মেসিই তার কাছে বিশ্বসেরা। ব্যালন ডি’অর লড়াই নিয়ে তার কোনও ভাবনাও নেই।

মেসির রাজত্বে হানা দিয়ে ব্যক্তিগত অর্জনে সবচেয়ে মর্যাদার পুরস্কারটি রোনালদো হাতে তুলেছেন গতবার। এবার আছেন টানা দ্বিতীয় ও সবমিলিয়ে পঞ্চম ‘সোনার বল’ জেতার দৌড়ে। অলিম্পিয়াকোসের বিপক্ষে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ ম্যাচের সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন এসেছিল ভালভারদের কাছে। বার্সেলোনা কোচ উত্তরটা দিয়েছেন একেবারে সহজ কথায়। ব্যালন ডি’অর যার হাতেই যাক, তার কাছে মেসিই বিশ্বসেরা।

২০১৭ সালের ব্যালন ডি’অর লড়াই নিয়ে ভালভারদের বক্তব্য, ‘আমরা সবাই বিশ্বের সেরা খেলোয়াড় সম্পর্কে জানি। (ব্যালন ডি’অরের) ট্রফি কোনও বিষয় নয় আমার কাছে, এটা নিয়ে আমারও কোনও দুশ্চিন্তাও নেই। কারণ আমি এমনিতেই জানি মেসি সেরা।’

লা লিগার চলতি মৌসুমে প্রথমবার পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা আগের ম্যাচে। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে পড়লেও লুই সুয়ারেসের লক্ষভেদে ড্র করে মাঠ ছাড়ে সফরকারীরা। বুধবার দিবাগত রাতে নামবে তারা চ্যাম্পিয়নস লিগ মিশনে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচটি জিতলে ২০১৭-১৮ মৌসুমের ইউরোপিয়ান প্রতিযোগিতায় শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখবে বার্সেলোনা। গোল ডটকম