আর্সেনালের জয়, হারলো লিভারপুল

ওজিলের গোলে এগিয়ে গেলো আর্সেনালএভারটন ১০ জনের হওয়ার ফায়দা ভালোভাবে নিয়েছে আর্সেনাল। ৭ গোলের রোমাঞ্চে তারা ৫-২ গোলে জিতে এভারটনকে অবনমন অঞ্চলে পাঠিয়েছে। আরেক ম্যাচে হ্যারি কেনের জোড়া গোলে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে লিভারপুল।

রবিবার গুডিসন পার্কে ১২ মিনিটে ওয়েন রুনির গোলে এগিয়ে গিয়েছিল এভারটন। বিরতির পাঁচ মিনিট আগে আর্সেনালকে সমতায় ফেরান নাচো মনরিয়েল। তবে ৫৩ মিনিটে মেসুত ওজিল গানারদের এগিয়ে নেন ২-১ গোলে।

৬৮ মিনিটে বাজে ফাউল করে ইদ্রিসা গুইয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। শেষ ২২ মিনিট ১০ জনের এভারটনকে বেশ ভুগিয়েছে আর্সেনাল। ৭৪ মিনিটে আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে তৃতীয় গোল করেন। ৯০ মিনিটে অ্যারন রামসে করেন ৪-১। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ওমর নিয়াসে এভারটনের হয়ে একটি গোল শোধ দেন। তবে দুই মিনিট পর আর্সেনালকে পঞ্চম গোল এনে দেন অ্যালেক্সিস সানচেজ।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে থাকায় চারেই আছে চেলসি।

কেনের জোড়া গোলে টটেনহ্যামের জয়এদিকে ওয়েম্বলি স্টেডিয়ামে হ্যারি কেন গোলমুখ খোলেন ৪ মিনিটে। ১২ মিনিটে ‍হিউং মিন ব্যবধান দ্বিগুণ করেন। মোহাম্মদ সালাহ লিভারপুলের হয়ে একটি গোল শোধ দেন। তবে ম্যাচে ফেরাতে পারেননি উত্তেজনা।

প্রথমার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ডেলে আলী টটেনহ্যামকে ৩-১ গোলে এগিয়ে রাখেন। বিরতির পর কেন ৫৬ মিনিটে করেন তার দ্বিতীয় গোল।

৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম। গোলব্যবধানে এগিয়ে থেকে তাদের উপরে ম্যানইউ। শীর্ষে থাকা ম্যানসিটির (২৫) চেয়ে ৫ পয়েন্ট পেছনে স্পাররা। ইএসপিএনএফসি