বার্নাব্যুতে জয়ে ফিরলো রিয়াল

আসেনসিওর গোল উদযাপনসান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগা মৌসুমের সবচেয়ে বাজে সময় কাটছে রিয়াল মাদ্রিদের। রবিবার নবম রাউন্ডের ম্যাচে নামার আগে ঘরের মাঠে ৫ ম্যাচে মাত্র একটি জয়! বার্নাব্যুতে গত সপ্তাহে সর্বশেষ ম্যাচ চ্যাম্পিয়নস লিগে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ড্র করেছিল তারা। এই অপ্রীতিকর পরিস্থিতি কাটিয়ে উঠার পরীক্ষায় জিনেদিন জিদানের শিষ্যরা মুখোমুখি হয়েছিল অ্যাইবারের। সফলতার মুখ দেখেছে তারা। হোম ম্যাচে জয়ে ফিরেছে রিয়াল। ৩-০ গোলে অ্যাইবারকে হারিয়েছে তারা। লা লিগায় বার্নাব্যুতে এটি তাদের টানা দ্বিতীয় জয়।

মাত্র ৫ মিনিটে রিয়ালকে পরীক্ষা দিতে হয়েছে। ইনুইয়ের ক্রস থেকে জর্ডানের ডানপায়ের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক কিকো ক্যাসিয়া। অতিথিদের ৭ নম্বর জার্সিধারী কাপা বেশ কয়েকবার রিয়ালের এলাকায় আক্রমণ করেন। তবে অ্যাইবার অধিনায়ক মাঠের সবজায়গায় সক্রিয় থাকলেও ঠিকানা খুঁজে পাননি।

বরং প্রথম কয়েক মিনিট নিষ্প্রভ থাকা রিয়াল গোলের দেখা পায় ১৮ মিনিটে। মার্কো আসেনসিওর কর্নারে বল পায়ে নিয়ে ডানপাশ থেকে অ্যাইবারের ডিবক্সের মধ্যে ক্রস দেন ইসকো। সেখানে লাফিয়ে হেড নেন সের্হিয়ো রামোস, কিন্তু প্রতিপক্ষের পাউলো অলিভিয়েরার মাথায় লেগে সেটা ঢুকে যায় জালে। আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল।

স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি। ২৮ মিনিটে বামপ্রান্ত থেকে ইসকোর চমৎকার ক্রসে হাফভলি করেন আসেনসিও। অ্যাইবার গোলরক্ষক দিমিত্রোভিচকে ফাঁকি দিয়ে বল লক্ষ্যভেদ করে।

২-০ গোলে বিরতিতে যায় রিয়াল। এর মধ্যে আর সুযোগ তৈরি করতে পারেনি কোনও দল। দ্বিতীয়ার্ধে অতিথিরা রক্ষণে জোর দেওয়ায় তাদের ডিবক্সে আক্রমণ চালাতে ব্যর্থ হয় রিয়াল। তবে খেলা শেষ হওয়ার ৮ মিনিট আগে করিম বেনজিমা ও মার্সেলোর ওয়ান-টু পাসে তৃতীয় গোল পায় লা লিগা চ্যাম্পিয়নরা। ৮২ মিনিটের ওই গোল করেন মার্সেলো।

অ্যাইবারের বিপক্ষে ৫ ম্যাচ খেলে ৫ গোল পাওয়া ক্রিস্তিয়ানো রোনালদো ভালো সুযোগ নিতে পারেননি। কয়েকবার তার লক্ষ্যে নেওয়া শট আকাশের দিকে উঠে যায়। ৮৮ মিনিটে মার্সেলোর পাস ডিবক্সে পান পর্তুগিজ স্ট্রাইকার, তাকে প্রতিহত করেন দিমিত্রোভিচ। গোলমুখের সামনে আবারও ব্যর্থতার গ্লানি নিয়ে মাঠ ছাড়েন ফিফা বর্ষসেরা ফুটবলার।

এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে গেলো রিয়াল। ২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। আর রিয়ালের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে ভ্যালেন্সিয়া।

এদিন আগের ম্যাচে সেল্তা ভিগোর মাঠে জিতেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে রিয়ালের পরেই তাদের এই নগরপ্রতিদ্বন্দ্বী জায়গা পেয়েছে।