রাশিয়ায় ফিরছে ঐতিহাসিক ম্যাচ বল টেলস্টার

রাশিয়া বিশ্বকাপের ম্যাচ বল টেলস্টার ১৮রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল প্রকাশ করা হলো জনসম্মুখে। ১৯৭০ সালে ব্রাজিলের তৃতীয় বিশ্বকাপ জয়ী ম্যাচ বল টেলস্টার আবার ফিরে এসেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায়। সেই পুরানো সাদা-কালো রঙয়ের ঐতিহাসিক বলটি এবার ‘টেলস্টার ১৮’ নামে মাঠে গড়াবে।

১৯৬৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবার ব্যবহার করা হয়েছিল টেলস্টার। আগামী বছর এই বল তৈরির ৫০ বছর হতে যাচ্ছে। এ কারণেই ঐতিহাসিক বলকে রাশিয়া বিশ্বকাপে নতুন করে ফেরালো খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী বিশ্বের বৃহৎ প্রতিষ্ঠান অ্যাডিডাস। ১৯৭৪ সালে পশ্চিম জার্মানি বিশ্বকাপে সর্বশেষ এই বলের ব্যবহার হয়েছিল। সাদা-কালো টেলিভিশনে দেখার উপযোগী করে তৈরি হয়েছিল এই বলটি। ওই সময় একে বলা হতো ‘স্টার অব টেলিভিশন’, বলটির নামকরণও সেখান থেকে।

নতুন বল পরখ করে দেখলেন মেসিআগামী বছরের ১৪ জুন থেকে শুরু বিশ্বকাপ। ৭ মাস আগেই তৈরি হয়ে গেল এর ম্যাচ বল। শুরুতেই বলটিতে পা ছুঁয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। বৃহস্পতিবার উন্মোচন পর্ব অনুষ্ঠানে বার্সেলোনা ফরোয়ার্ডের সমর্থন পেয়েছে ‘আইকনিক’ এই বলটি, ‘বেশ আগে এই বলের সঙ্গে পরিচয় হলো, আমি খুব সৌভাগ্যবান। এটার সবকিছু পছন্দ করেছি আমি: নতুন নকশা, নতুন রঙ, সবকিছু।’

ফুটবলের সাবেক তারকাদের হাতে রাশিয়া বিশ্বকাপের ম্যাচ বলএদিন ছোট্ট মঞ্চে বলের পরীক্ষা নিয়েছেন জিনেদিন জিদান, জাভি আলোনসো, দেল পিয়েরো, কাকা, লুকাস পোডলস্কি। তারা সবাই সন্তুষ্ট। বোঝা যাচ্ছে, ২০১০ সালের বিশ্বকাপ বল জাবুলানির মতো টেলস্টার ১৮ কোনও বিতর্কের মুখোমুখি হচ্ছে না।