রক্সিকে দারুণ উপহার শেখ জামালের

একটি গোলের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উদযাপন। ছবি-বাফুফেবাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি পর্বের শুরুতেই চলে গেছেন জোসেফ আফুসি। নাইজেরিয়ান কোচের উত্তরসূরী হয়েছেন মাহবুব হোসেন রক্সি। রবিবার ছিল রক্সির অধীনে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রথম ম্যাচ। নতুন কোচকে বড় জয় দিয়েই স্বাগত জানিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা, বিজেএমসিকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ পর্যন্ত বড় জয় পেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি শেখ জামাল। বিরতির আগে বিজয়ীদের বলার মতো সুযোগ ছিল একটাই, ৪১ মিনিটে। কিন্তু ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রাফায়েল ওডোইনের ক্রসে কেউ পা ছোঁয়াতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে পরিকল্পিত ফুটবলের সুফল পেয়েছে শেখ জামাল। ৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে খান মোহাম্মদ তারার বাড়ানো ক্রসে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল। আট মিনিট পর গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংয়ের বাড়ানো ক্রস থেকে রাফায়েলেরই প্লেসিং শটে দ্বিগুণ হয়ে যায় ব্যবধান। আর ৮২ মিনিটে সলোমনের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয়ে যায় ধানমন্ডির ক্লাবটির।

রাফায়েল আর সলোমনের সাফল্যে লিগের সেরা গোলদাতার লড়াই এখন দারুণ জমজমাট। শেখ জামালের দুই ফরোয়ার্ড, চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ এবং মোহামেডানের কিংসলে চিগোজি সাতটি করে গোল নিয়ে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন।

শেখ জামালের কোচ হিসেবে প্রথম ম্যাচেই জয় পেয়ে রক্সি আনন্দিত। ম্যাচশেষে তিনি বলেছেন, ‘আফুসি যেমন রেখে গেছেন, দলকে সেভাবেই খেলানো হয়েছে। তার ফরমেশনেই আজ দল খেলেছে। আমরা এখন কোনও ঝুঁকি নিতে রাজি নই। প্রথম ম্যাচেই জয় পেয়ে খুব ভালো লাগছে।’

১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। সমান ম্যাচে  ১৬ পয়েন্ট নিয়ে বিজেএমসির অবস্থান সপ্তম।

দিনের পরের ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে। ৭৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলদাতা কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করা ব্রাদার্স নবম স্থানে আছে। আর ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শেখ রাসেল।