প্রতিশোধের মিশনে বার্সেলোনার সামনে জুভেন্টাস

তাদের দিকেই তাকিয়ে থাকবে বার্সেলোনাগত মৌসুমের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনেকবার দেখেছেন এরনেস্তো ভালভারদে। তুরিনের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলের হারটা তার কাছে ‘বিরক্তিকর’। লুই এনরিকের বার্সেলোনার অমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারেননি বলেই কাতালানদের এখনকার কোচের মন্তব্যটা এমন হতে পারে। বুধবার দিবাগত রাতে সেই ‘বিরক্তি’ যেন তার গায়ে আবার নতুন করে না লাগে, সেই লক্ষ্যেই জুভেন্টাসের মুখোমুখি হচ্ছেন এই কোচ। যেখানে থাকবে প্রতিশোধের ব্যাপারও।

জুভেন্টাস থেকে আগের মৌসুমে লজ্জাজনক হার নিয়ে ফিরতে হয়েছিল বার্সেলোনাকে। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে রুপকথার জন্ম দিয়ে নেমেছিল তারা কোয়ার্টার ফাইনালের মিশনে। কিন্তু জুভেন্টাস স্টেডিয়ামে পাউলো দিবালার জোড়া লক্ষ্যভেদে ৩-০ গোলে হেরে ফিরতে হয় তাদের। ফিরতি লেগে ঘরের মাঠে গোলশূন্য ড্রতে বিদায় নিতে হয় তাদের শেষ ষোলো থেকে। সেই জুভেন্টাস স্টেডিয়ামেই যখন নামতে যাচ্ছে বার্সেলোনা, তখন প্রতিশোধের ব্যাপার তো থাকবেই।

গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের পর অবশ্য অনেক কিছু বদলে গেছে বার্সেলোনার। এসেছে নতুন কোচ, দুর্দান্ত ফর্মে কাঁপিয়ে দিচ্ছে তারা লিগ কিংবা ইউরোপিয়ান প্রতিযোগিতা। ‘ডি’ গ্রুপে এখনও পর্যন্ত হারের তিক্ততা না পাওয়া বার্সেলোনা ১০ পয়েন্ট নিয়ে বসে আছে শীর্ষে। তাদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের বিপক্ষেই নামতে যাচ্ছে তারা শেষ ষোলো নিশ্চিতের মিশনে।

ইতালিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করলেই বার্সেলোনা নিশ্চিত করবে নকআউট পর্ব। জুভেন্টাসও ঘরের মাঠ থেকে ১ পয়েন্ট পেলে চলে যেতে পারে পরের রাউন্ডে, অবশ্য সে জন্য অলিম্পিয়াকোসের হারা চলবে না স্পোর্তিং লিসবনের বিপক্ষে। তুরিনের ম্যাচটি বার্সেলোনা হেরে গেলে তাদের অপেক্ষায় থাকতে হবে পরের ম্যাচের জন্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে তখন স্পোর্তিং লিসবনের সঙ্গে ড্র করলেই চলবে কাতালানদের।

প্যারিস সেন্ত জার্মেই অবশ্য ইতিমধ্যে নিশ্চিত করেছে পরের রাউন্ড। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার মিশনে ঘরের মাঠে প্যারিসের ক্লাবটি আতিথ্য দেবে সেল্টিককে। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখ আবার অতিথি হয়ে নামবে বেলজিয়ামের ক্লাব অ্যান্ডারলেখটের মাঠে।

‘সি’ গ্রুপে অ্যাতলেতিকো মাদ্রিদ ঘরের মাঠে নামবে রোমার বিপক্ষে। ‘এ’ গ্রুপে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড আতিথ্য নেবে এফসি বাসেলের মাঠে। গোল ডটকম, ইএসপিএনএফসি