পরের ইউরোতে ফিরতে চান বুফন

873948548আগামী বছরের বিশ্বকাপে ইতালির খেলা হবে না বলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন জিয়ানলুইজি বুফন। কিন্তু সেটা বেশি লম্বা করতে চান না তিনি। ২০২০ সালের ইউরোতে আবার ইতালির গোলপোস্টের নিচের দাঁড়াতে চান জুভেন্টাসের গোলরক্ষক।

বাছাইপর্বের প্লে অফে সুইডেনের কাছে হারের পর প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার সুযোগ হারান বুফন। দুঃখ কষ্টে দীর্ঘদিনের ক্যারিয়ারের ইতি টেনেছিলেন তিনি। কিন্তু এবার মন বদলে গেছে তার।

লা গ্যাজেত্তের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুফন বলেছেন, ‘যতদিন সামর্থ্য থাকবে, আমি খেলে যেতে চাই। সুইডেনের বিপক্ষে হারের পর আমি অনেক ভালোবাসা পেয়েছি। আমি ইউরো ২০২০ এ খেলার সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না।’

গত নভেম্বরে অবসরের ঘোষণাকে এর আগে ‘বিশ্রাম’ বলেছিলেন বুফন। ইতালির বিশ্বকাপ জয়ী অধিনায়ক জানিয়েছিলেন, ইতালি চাইলে ফিরবেন তিনি, ‘আমি জাতীয় দল থেকে বিশ্রাম নিয়েছিলাম। জুভেন্টাস ও জাতীয় দলের জন্য আমি সবসময় নিজেকে যোদ্ধা ভাবি। এমনকি আমার বয়স ৬০ হলেও কখনও তাদের ডাক প্রত্যাখ্যান করবো না, কারণ আমার হৃদয়ে সবসময় দেশ।’