মেয়েদের সাফ ফুটবল খেলতে ঢাকায় তিন অতিথি

ভুটানকে স্বাগত জানানো হয় বিমাবন্দরে। ছবি-বাফুফেআগামী রবিবার শুরু হতে যাচ্ছে প্রথম সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল। স্বাগতিক বাংলাদেশ সহ প্রতিযোগিতার চার দল ভারত, নেপাল ও ভুটান। তিন অতিথি দলই চলে এসেছে ঢাকায়।

শুক্রবার সকালে সবার আগে এসেছে ভুটান। এরপর ভারত আর বিকেলে সব শেষে নেপাল এসেছে।

ভুটান ঢাকায় এসে অনুশীলনও করেছে। প্রতিযোগিতার ভেন্যু বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করেছে ভুটানের ফুটবলাররা।

ঢাকায় এসে দারুণ খুশি ভারতীয় দল। ছবি-বাফুফেরবিবার সকাল সাড়ে ১১টায় প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-ভুটান। দুপুর আড়াইটায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

লিগ পর্বে স্বাগতিকদের দ্বিতীয় ম্যাচ ১৯ ডিসেম্বর ভুটান আর শেষ ম্যাচ ২১ ডিসেম্বর ভারতের বিপক্ষে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল ২৪ ডিসেম্বর খেলবে ফাইনালে।