বার্সা গার্ড অব অনার দেবে না রিয়ালকে

২০০৮ সালে বার্সার গার্ড অব অনার নিচ্ছে রিয়াললা লিগা, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ কাপ ও ক্লাব বিশ্বকাপ- এ বছর পাঁচটি শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় সুবিধাজনক অবস্থানে না থাকলেও আগামী শনিবারের এল ক্লাসিকোতে তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে এই অর্জন। রিয়াল টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে বার্সার কাছে ওই ম্যাচে গার্ড অব অনার নেওয়ার আবদার করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু পর্তুগিজ উইঙ্গারের এ চাওয়া পূরণ হবে না স্পষ্ট করে জানিয়ে দিলেন বার্সেলোনার পরিচালক গুইলেরমো আমোর।

ভাবুন তো, সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার খেলোয়াড়রা দুপাশে দাঁড়িয়ে রোনালদো-রামোসদের সম্মান জানাচ্ছে। হ্যাঁ, এমনটা আগেও ঘটেছিল। ২০০৮ সালে আগেভাগে লা লিগা জেতা রিয়ালকে এভাবে স্বাগত জানিয়েছিল কাতালান জায়ান্টরা। কিন্তু ওই ম্যাচটি তারা হেরে যায় ৪-১ গোলে। এমনটা কি এ সপ্তাহেও ঘটবে? না। বার্সা পরিচালক সেটা স্পষ্ট করে দিলেন।

চিরপ্রতিদ্বন্দ্বীদের সম্মান না জানানোর কারণ হিসেবে বার্সার এই অন্যতম শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘আমরা এটা স্পষ্ট করে দেই, তখনই আমরা এটা করি যখন ওই প্রতিযোগিতায় থাকি। যখন আমরা প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবো, তখন আমরা এটা করবো। কিন্তু এক্ষেত্রে সেটা ঘটেনি। সেটাই নিয়ম।’

এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের গার্ড অব অনার দেওয়ার কথা কল্পনাতেও আনেননি কোচ এরনেস্তো ভালভারদে। দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর তিনি বলেছেন, ‘এই মাত্র আমাদের ম্যাচ শেষ হলো। আমি এটা নিয়ে ভাবিওনি।’ গোল ডটকম, ইএসপিএনএফসি