‘কৌতিনিয়োর দাম একটু বেশি হয়ে গেছে’

মাঝমাঠে কৌতিনিয়োর সঙ্গে লড়াইটা হবে রাকিটিচেরওমাঝমাঠে লড়াইটা হবে তার সঙ্গেও। যদিও নতুন সতীর্থ ফিলিপে কৌতিনিয়োকে ঠিকই স্বাগত জানিয়েছেন ইভান রাকিটিচ। তবে ব্রাজিলিয়ান তারকার দাম নিয়ে খানিক ‘আপত্তি’ আছে তার।

রবিবার লেভান্তর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। ওইদিনই লিভারপুল ছেড়ে বার্সেলোনায় চুক্তির আনুষ্ঠানিকতা সারতে এসেছেন কৌতিনিয়ো। সব মিলিয়ে ব্রাজিলিয়ান তারকাকে আনতে বার্সেলোনার খরচ হবে ১৬০ ‍মিলিয়ন ইউরো। বর্তমান বাজার দর হিসাব করে রাকিটিচের বক্তব্য, ‘আমার মতামতে অবশ্য কিছু আসে যায় না। তবে দামটা একটু বেশি হয়ে গেছে, বাজারের দিকে তাকালে সেটাই মনে হয়।’

দাম নিয়ে ‘কিন্তু’ থাকলেও কৌতিনিয়োর প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই ক্রোয়েট মিডফিল্ডারের মনে। নতুন সতীর্থকে স্বাগতও জানিয়েছেন তিনি, ‘প্রত্যেক গ্রেট খেলোয়াড় এখানে স্বাগত। আমি অভিনন্দন জানাতে চাই সভাপতি ও অন্য সবাইকে, যারা ওকে এখানে আনাটা সম্ভব করেছে।’ সঙ্গে যোগ করলেন, ‘ও এখন আমাদের পরিবারের একজন। ওর সঙ্গে সময়গুলো উপভোগ করতে যাচ্ছি এখন আমরা। কৌতিনিয়ো এখন বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে।’

কৌতিনিয়ো বার্সেলোনায় নাম লেখানোয় মাঝমাঠে আরও একজন প্রতিদ্বন্দ্বী বেড়ে গেল। কোচ এরনেস্তো ভালভারদের জন্য এটা ‘মধুর সমস্যা’ও বটে! মার্কা