গোল-লাইন প্রযুক্তি স্থগিত করলো ফ্রান্স

1515692676_586154_1515692860_noticia_normalপরীক্ষামূলক পদ্ধতিতে গোল-লাইন প্রযুক্তি ব্যবহারে গত ডিসেম্বরে সিদ্ধান্ত নিয়েছিল ফরাসি ফুটবল লিগের বোর্ড। কিন্তু ফলপ্রসূ না হওয়ায় এ প্রযুক্তি স্থগিত করার ঘোষণা তারা দিলো বৃহস্পতিবার।

বুধবার লিগ কাপে দুটি গোলে এ প্রযুক্তি সঠিক সঙ্কেত দিতে ব্যর্থ হয়েছিল। তারপরই এ সিদ্ধান্ত নিলো এলএফপি (লিড ডি ফুটবল প্রফেশনাল)।

এই সংগঠনের মহাপরিচালক দিদিয়ের কুইলত বলেছেন, ‘দুর্ভাগ্যবশত গত রাতে এমিয়েঁ-পিএসজি ও অ্যানজেস-মঁপেইর ম্যাচে গোল-লাইন প্রযুক্তি গুরুতর ‍দুটি ভুল করেছে।’ এমিয়েঁর বিপক্ষে পিএসজির দ্বিতীয় গোলের সময় এ প্রযুক্তি রেফারির ঘড়িতে সঙ্কেত দেয়নি। আরেক ম্যাচে গোল না হওয়ার পরও রেফারির ঘড়িতে ভুল সঙ্কেত দিয়েছে এ প্রযুক্তি।

এ প্রযুক্তির দায়িত্বে থাকা কোম্পানি গোলকন্ট্রোলকে গত মাসেই হুঁশিয়ারি দিয়েছিল এলএফপি। তারপরও এমন ঘটনায় প্রতিষ্ঠানটির প্রতি ক্ষোভ প্রকাশ করেছে ফরাসি ফুটবল লিগের শীর্ষ সংস্থা। ইএসপিএনএফসি