শেখ জামাল-ফরাশগঞ্জ ম্যাচ নিয়ে তদন্ত

শেখ জামাল-ফরাশগঞ্জ ম্যাচটি শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। ছবি-বাফুফেবাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টিকে থাকতে হলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জিততেই হতো ফরাশগঞ্জকে। ম্যাচটা জিতলেও ফরাশগঞ্জের শেষ রক্ষা হয়নি। রহমতগঞ্জও নিজেদের শেষ ম্যাচ জিতে রেলিগেশন এড়িয়েছে। এদিকে শেখ জামাল-ফরাশগঞ্জ ম্যাচ নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত ১১ জানুয়ারি ফরাশগঞ্জের ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচটি শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। সেদিন বিজয়ী দল গোল করেছে প্রায় বিনা বাধায়। তাই পাতানো খেলার গুঞ্জন ফুটবলাঙ্গনে। ম্যাচটি এখন পাতানো ম্যাচ শনাক্তকরণ কমিটির কাছে। তারাই  ম্যাচটি খতিয়ে দেখবে।

রবিবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শেখ জামাল-ফরাশগঞ্জ ম্যাচটি আমরা পাতানো ম্যাচ শনাক্তকরণ কমিটির কাছে দিয়েছি। ম্যাচটির রিপোর্ট ও ফুটেজ দেওয়া হয়েছে। লিগের শেষ দিনে সাইফ স্পোর্টিং-রহমতগঞ্জ ম্যাচ নিয়েও প্রশ্ন উঠেছে। এই ম্যাচ নিয়েও আমরা সিদ্ধান্ত নেবো।’

পাতানো ম্যাচ শনাক্তকরন কমিটির সুপারিশের ভিত্তিতে লিগ কমিটি শেখ জামাল-ফরাশগঞ্জ ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেবে।