প্যারিসেও গোল করে জিততে চান রোনালদো

15186492931439আবারও রিয়াল মাদ্রিদে ‘ওয়ান ম্যান শো’, চ্যাম্পিয়নস লিগে জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। জোড়া গোল করে শেষ ষোলোর প্রথম লেগে দলকে জেতালেন তিনি। প্যারিস সেন্ত জার্মেই-রিয়ালের ম্যাচ ঘিরে যে উত্তেজনার রেণু ছড়াচ্ছিল, সেটাকে একপেশে করে দিলেন রোনালদো। দ্বিতীয় লেগেও একইভাবে পারফরম্যান্স করতে চান তিনি।

লা লিগায় ভুগতে থাকলেও ইউরোপীয় মঞ্চে ঘুরে দাঁড়ানো এই দুর্দান্ত জয়ের পেছনে দলের অভিজ্ঞতাকে কৃতিত্ব দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘এটা ছিল গুরুত্বপূর্ণ একটি জয়। আমরা ভালোভাবে ম্যাচ শুরু করেছিলাম, কিন্তু একটি গোল খেতে হয়েছিল। তবে এটা চ্যাম্পিয়নস লিগ, রিয়ালের অভিজ্ঞতা আছে। খেলা হয় ৯০ মিনিটের এবং ঘরের মাঠে আমরা ভালো খেলতে চেয়েছিলাম। শেষদিকের দুই গোলে ফিরতি লেগে আমরা ভালোভাবে এগিয়ে আছি।’

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রিয়াল পুরো সময় দারুণ সমর্থন পেয়েছে ভক্তদের কাছ থেকে। প্রত্যেকটা ম্যাচে এমন সমর্থনের দাবি জানালেন রোনালদো, ‘ভক্তরা আমাদের অনেক সাহায্য করেছে এবং তাদের উষ্ণ অভ্যর্থণা অনুভব করেছি। এমনটাই হওয়া উচিত ছিল। মার্সেলোর গোল ছিল খুব গুরুত্বপূর্ণ, এ জয়ের দাবিদার আমরা।’

পিএসজির মাঠে শেষটা দেখতে মুখিয়ে রোনালদো। পার্ক ডি প্রিন্সেসেও এমন কিছু করে দেখাতে চান তিনি, ‘যখন আপনি গোল করেন এবং দল জেতে তখন সেটা সবসময় বিশেষ কিছু। আমি দুটি গোল করলাম। কিন্তু লড়াই এখনও শেষ হয়নি। আমাদের প্যারিসে জেতার জন্য যেতে হবে এবং গোল করতে হবে। পরের রাউন্ডে যেতে মাথা ঠাণ্ডা রেখে খেলতে হবে।’