কোচ মারুফের নতুন মিশন

মারুফুল হকশুধু ক্লাব ফুটবলে নিজেকে সীমাবদ্ধ রাখছেন না মারুফুল হক। ‘ক্রিয়েটিভ ফুটবল স্কুল’ নামে একটি একাডেমির সঙ্গেও জড়িত ঘরোয়া ফুটবলের এই বিখ্যাত কোচ। এতদিন স্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হতো এই একাডেমিতে। এখন যোগ হচ্ছে নতুন মাত্রা।

গোলরক্ষক ও স্ট্রাইকারদের জন্য প্রশিক্ষণ ক্যাম্পের ব্যবস্থা করবে ‘ক্রিয়েটিভ ফুটবল স্কুল’। হাই পারফরম্যান্স ট্রেনিং প্রোগ্রামের আওতায় মার্চের প্রথম দিকে তিন সপ্তাহের এই ক্যাম্প শুরু হওয়ার কথা। প্রত্যেকে পজিশনে প্রশিক্ষণ নিতে পারবেন ২৪ জন।

নতুন মিশনে মারুফের সঙ্গে থাকবেন আটজন কোচ। তাদের মধ্যে উল্লেখযোগ্য জুলফিকার মাহমুদ মিন্টু, জাকারিয়া বাবু, পনিরুজ্জামান ও নিজাম মজুমদার।  কোর্সটি অবশ্য সবার জন্য উন্মুক্ত নয়। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ফুটবলাররা অগ্রাধিকার পাবেন এই কোর্সে। সেজন্য সবার আগে নির্ধারিত ফি’র বিনিময়ে নাম এন্ট্রি করতে হবে।

নতুন উদ্যোগ নিয়ে দারুণ আশাবাদী কিছু দিন আগে আরামবাগকে স্বাধীনতা কাপের শিরোপা এনে দেওয়া মারুফ। মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের ফুটবলে বেশ কিছু জায়গায় সমস্যা আছে, বিশেষ করে গোলকিপার ও স্ট্রাইকার পজিশনে। আমাদের তিন সপ্তাহের ক্যাম্প থেকে ফুটবলাররা অনেক কিছু শিখতে পারবে। আশা করি, অন্তত ৫০ ভাগ উন্নতি হবে ফুটবলারদের, যা ঘরোয়া ফুটবলে তাদের কাজে আসবে।’