লেহানেসকে হারিয়ে তিনে রিয়াল

জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়লেন রামোসরাকোপা দেল রের কোয়ার্টার ফাইনালে লেহানেসের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। বুধবার সেই প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতলো জিনেদিন জিদানের শিষ্যরা। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো গত মৌসুমের চ্যাম্পিয়নরা।

ক্রিস্তিয়ানো রোনালদো, লুকা মোডরিচ, টনি ক্রস ও মার্সেলোকে এদিন বিশ্রাম দিয়েছিলেন জিদান। লুকাস ভাসকেস, করিম বেনজিমা ও মার্কো আসেনসিওকে নিয়ে সাজানো ছিল আক্রমণভাগ। গ্যারেথ বেলকে ৭৬ মিনিটে নামানো হয় বেনজিমার বদলি হিসেবে।

জয়ের ব্যবধানটা বড়। কিন্তু খুব সহজে সেটা ধরা দেয়নি রিয়ালের কাছে। মাত্র ৬ মিনিটে অদ্ভুতভাবে গোল খেয়ে বসে তারা। বুতার্ক স্টেডিয়ামে হাভিয়ের এরাসোর কর্নার থেকে উনাই বাস্তিনজার প্রথম চেষ্টা কিকো ক্যাসিয়া ঠেকানোর পর থিও বল বিপদমুক্ত করতে শট নেন। কিন্তু চমৎকার ডাইভ দিয়ে হেড করে বল জালে পাঠান বাস্তিনজা।

অবশ্য লিডটা স্বাগতিকরা ধরে রেখেছিল মাত্র ৫ মিনিট। লেহানেস ডিফেন্ডার দিমিত্রি সিওভাসের ভুলে বেনজিমা ও কাসেমিরো যৌথ চেষ্টায় ১১ মিনিটে ভাসকেসকে দিয়ে সমতা ফেরান। ১৬ মিনিটে আসেনসিও শট সোজাসুজি চলে যায় লেহানেস গোলরক্ষক ইভান কুয়েলারের হাতে। তার ১৩ মিনিট পর দলীয় চেষ্টায় দলকে এগিয়ে নেন কাসেমিরো।

২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া রিয়াল তৃতীয় গোলের দেখা পায় পেনাল্টি থেকে। ৯০ মিনিটে গোলটি করেন সের্হিয়ো রামোস।

শেষ চার ম্যাচে ১৬ গোল করা রিয়াল ভ্যালেন্সিয়াকে দুই পয়েন্টের ব্যবধানে টপকে তিন নম্বরে উঠেছে। ২৪ ম্যাচে তাদের অর্জন ৪৮ পয়েন্ট। ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ইএসপিএনএফসি