ন্যু ক্যাম্পে রক্ষণাত্মক খেলা হবে আত্মঘাতী: ফ্যাব্রিগাস

সেস ফ্যাব্রিগাসচ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে গোল করতেই হবে চেলসিকে। কোয়ার্টার ফাইনালে যেতে এটাই তাদের একমাত্র উপায়। তাই দলের সবাইকে আগ্রাসী খেলতে হবে বললেন বার্সার সাবেক তারকা সেস ফ্যাব্রিগাস।

গত মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে রক্ষণাত্মক খেলে বার্সাকে জ্বলে উঠতে দেয়নি চেলসি। বরং তারা এগিয়ে গিয়েছিল উইলিয়ানের গোলে। কিন্তু রক্ষণের ভুলেই একটি গোল খেতে হয় তাদের। ন্যু ক্যাম্পে একই মনোভাব নিয়ে খেললে বিপদের আভাস পাচ্ছেন ফ্যাব্রিগাস। স্প্যানিশ তারকার মতে সেটা হবে আত্মঘাতী, ‘৯০ মিনিট রক্ষণাত্মক (বার্সেলোনার মাঠে) খেলার সিদ্ধান্ত হবে আত্মঘাতী।’

বার্সার লা মেসিয়া অ্যাকাডেমি থেকে উঠে আসা এই স্প্যানিশ তারকা বলেছেন, ‘ওখানে ৯০ মিনিট রক্ষণাত্মক খেলা মানে অনেক লম্বা ৯০ মিনিট পার করা। মনে হতে পারে অনন্তকাল। ওখানে আগ্রাসী খেলতে হবে এবং মনের মধ্যে আনতে হবে যে আমরা তাদের আঘাত করতে পারি।’

আগামী ১৪ মার্চ ন্যু ক্যাম্পে হবে দ্বিতীয় লেগের খেলা। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগে ১-১ গোলে ড্র করলেও অ্যাওয়ে গোল এগিয়ে রাখছে বার্সাকে। মার্কা