পিএসজির বিপক্ষে দলে ক্রুস-মদরিচ

মদরিচ ও ক্রুসজিনেদিন জিদান আগে বলেছিলেন, ইনজুরিতে থাকা খেলোয়াড়দের নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না। কিন্তু শঙ্কায় থাকা টনি ক্রুস ও লুকা মদরিচকে নিয়ে ফ্রান্স সফরে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ।

মঙ্গলবার প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে রিয়ালের ২৪ জনের দলে আছেন ক্রুস ও মদরিচ। প্যারিসে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে ফিট থাকতে লড়ছেন দুই মিডফিল্ডার। গেতাফের বিপক্ষে লা লিগায় ৩-১ গোলে জয়ের ম্যাচে ছিলেন না তারা।

প্রথম লেগে রিয়ালের জয়ে পারফরম্যান্স দিয়ে অভিভূত করেছিলেন ক্রুস। হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। অন্যদিকে মদরিচের সমস্যা হ্যামস্ট্রিংয়ে। তবে রবিবার অনুশীলনে দেখা গেছে ক্রুস-মদরিচকে।

ফ্রান্সে দলের সঙ্গে তারা গেলেও দলে খেলার মতো পুরোপুরি ফিট থাকবেন কিনা সন্দেহ আছে। অবশ্য জার্মান ও ক্রোট তারকা খেলতে না পারলেও দুশ্চিন্তা করছেন না রিয়াল কোচ, ‘ইনজুরি নিয়ে আমি কখনও অনুশোচনা করব না। তারা যদি দলে না থাকে, অন্যরা খেলবে। আমি চাই আমাদের সবাই ফ্রান্সে যাবে। আশা করি সেখানে প্রত্যেকে অনুশীলন করবে, কিন্তু জানি না আসলে কী হবে।’ গোল ডটকম