চ্যাম্পিয়নস লিগে কাউকে ভয় পায় না লিভারপুল

রবার্তো ফিরমিনো২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে উঠলো লিভারপুল। এবার তাদের চোখে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন। প্রায় এক দশক পর শেষ আটে উঠলেও প্রতিপক্ষ নিয়ে ভীত নয় ২০০৫ সালের চ্যাম্পিয়নরা।

পোর্তোর বিপক্ষে প্রথম লেগে ৫-০ গোলে জেতার পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছিল লিভারপুল। এপ্রিলে তাদের প্রতিপক্ষ কে সেটা চূড়ান্ত হবে ১৬ মার্চ। যে কোনও দলের মুখোমুখি হতে প্রস্তুত লিভারপুল। দলের ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন এ কথা।

এই মৌসুমে ইংল্যান্ডের প্রথম দল হয়ে শেষ আটে উঠেছে লিভারপুল। তাদের সঙ্গে চেলসি ও ম্যানইউ এখনও পরের পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে। তাদের কাউকে প্রতিপক্ষ হিসেবে পেলে মন্দ হবে না জানান ফিরমিনো, ‘কেন নয়? হ্যা, ইংলিশ কোনও ক্লাবের বিপক্ষে পড়লে ভালো লাগবে। গত কয়েকটি মৌসুমে আমরা দেখিয়েছি সব ইংলিশ ক্লাবকে আমরা হারাতে পারি। তবে ড্রতে আমরা কাউকে ভয় পাই না।’

স্পেনের শীর্ষ কোনও ক্লাবকে নিয়েও দুশ্চিন্তা নেই পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নদের। এই মৌসুমে ২২ গোল করা ফিরমিনো বলেছেন, ‘প্রতিপক্ষ কে সেটা নিয়ে আমরা শঙ্কিত নই। শীর্ষ কোনও স্প্যানিশ ক্লাব? আমরা ভয় পাই না। আমি মনে করি না কোনও দলের জন্য আমাদের ভয় আছে। এই সময়ে এসে কাউকে ভয় পাওয়া উচিত নয়।’

শিরোপা জেতার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান তারকা, ‘আমরা ভালো দল। বড় স্প্যানিশ দলগুলোর বিপক্ষে আমরা খেলতে পারি। আমরা তাদের সমকক্ষ। এখনও খেলার অনেক বাকি আছে, লিভারপুল ট্রফি জিততে চায়।’ ইএসপিএনএফসি