‘বুফন গোলরক্ষকদের ম্যারাডোনা’

জিয়ানলুইজি বুফনচারবারের চ্যাম্পিয়ন ইতালি এবার বিশ্বকাপে উঠতেই পারেনি। হতাশায় জাতীয় দল থেকে অবসর নেন জিয়ানলুইজি বুফন। তবে ক্লাবের জার্সিতে অনবদ্য পারফরম্যান্স করে চলেছেন গত জানুয়ারিতে ৪০তম জন্মদিন পালন করা এই গোলরক্ষক। ইতালি ও জুভেন্টাসের সাবেক মিডফিল্ডার আন্তোনিও নসেরিনোর মতে, বুফন হচ্ছেন গোলরক্ষকদের ম্যারাডোনা।

আর্জেন্টাইন ফুটবল লিজেন্ডের সঙ্গে তুলনা করে জুভেন্টাসের তারকা গোলরক্ষককে আরও কয়েক বছর খেলার আহ্বান জানালেন নসেরিনো। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ইতালির প্রতিনিধিত্ব করা এই মিডফিল্ডার বলেছেন, ‘আমার কাছে বুফন হচ্ছে গোলরক্ষকদের ম্যারাডোনা।’

তিনি আরও যোগ করেছেন, ‘গত ২০ থেকে ২৫ বছর তিনি বিশ্বের এক নম্বর গোলরক্ষক। তিনি সেরা। তাড়াতাড়ি তিনি অবসর নিলে আমি খুশি হব না।’

শোনা যাচ্ছে, আগামী ২৩ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে অবসর ভেঙে ফিরবেন বুফন। অবশ্য আনুষ্ঠানিক কোনও ঘোষণা জানা যায়নি। তাছাড়া ক্লাবে ভবিষ্যৎ নিয়েও কোনও সিদ্ধান্ত নেননি বুফন।

২০০৬ সালের বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে অন্তত আরও এক বছর ক্লাবে দেখতে চান নসেরিনো, ‘বুফনের সঙ্গে ক্লাবের ভেতরের পরিস্থিতি আমি জানি না। কিন্তু আশা করি তিনি আরও এক বছর খেলবেন।’ গোল ডটকম