‘বার্সেলোনাকে ভুগিয়েছে চেলসি’

এরনেস্তো ভালভারদেস্ট্যামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে ১-১ গোলের ড্র করেছিল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগের ওই ম্যাচে হার এড়ান লিওনেল মেসি। ন্যু ক্যাম্পে বুধবার তার জোড়া গোলে বার্সা উঠলো শেষ আটে। ৩-০ গোলের এ জয় খালি চোখে সহজ মনে হলেও বার্সাকে ভুগতে হয়েছে জানান কোচ এরনেস্তো ভালভারদে।

দ্বিতীয় লেগে মাত্র তিন মিনিটে বার্সা এগিয়ে যায় মেসির গোলে। এরপর উসমান দেম্বেলেকে দিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড ব্যবধান দ্বিগুণ করেন। তৃতীয়বার লক্ষ্যভেদ করে চ্যাম্পিয়নস লিগে ১০০ গোলের মাইলফলকে নাম লিখেন তিনি। ম্যাচটা একপেশে হয়েছে দাবি করতে পারেন কেউ কেউ। কিন্তু চেলসি ছেড়ে কথা বলেনি। তাদের দুটি সুযোগ পোস্ট ও ক্রসবারে লাগে, মার্কো আলোনসো ও আন্তোনিও রুদিগারকে পুড়তে হয়েছে আক্ষেপে।

তাই ম্যাচটি দাপট দেখিয়ে বার্সা জিতেছে, এটা মানতে নারাজ ভালভারদে, ‘এই খেলায় আমরা অনেক ভুগেছি। কারণ তারা আমাদের অনেকবার চাপের মধ্যে ফেলেছিল এবং বিপজ্জনক কয়েকটি সুযোগ তৈরি করেছিল।’

চেলসিকে বিদায় করাকে সৌভাগ্য মনে করছেন বার্সা কোচ, ‘তারা পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছে তাদের সেরা একটি দল আছে। আমরা সৌভাগ্যবান ছিলাম বলে তাদের বিদায় করেছি। এটা ছিল কঠিন লড়াই, দুটি লেগেই। প্রথম সুযোগেই আমরা গোল করেছি।’ গোল ডটকম